রবিবার, ২৫ মার্চ, ২০১২

২৬ মার্চ


রক্ত নদী অশ্রু সাগর
পেরিয়ে এলো ভোর
সব ক্লান্তি ঘুচিয়ে দিলো
বিজয় নামের দোর।

অনেক আশার এই ধরণী

দূর আকাশের নীল
শূন্যে উড়া রঙিন ঘুড়ি
উপচে ওঠা বিল।

সবাই ছিলো তাকিয়ে সেদিন

চাই সোনালি ভোর
মুক্তিসেনা ভাঙুক এসে
বন্দিশালার দোর।

সত্যি হলো সবার চাওয়া

এলো মুক্তি দল
বন্ধ হলো জ্বালাও পোড়াও
পাক হায়েনার বল।

ছাব্বিশে মার্চ আসে যখন

গর্বিত হয় মন
লাল সবুজের উড়াই নিশান
বুকে সারাক্ষণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ