রবিবার, ২৫ মার্চ, ২০১২

ইরানে হামলার পরিণতি কি আসলেই ভয়াবহ?

যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র আর ইসরাইল মাঝেমধ্যেই ইরানে হামলার হুমকি দিচ্ছে। অন্যদিকে ওই তিনটি দেশসহ বিভিন্ন দেশ থেকে সম্ভাব্য হামলার ব্যাপারে হুঁশিয়ারি দেয়া হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশের ওপর যুক্তরাষ্ট্র বা ইসরাইল হামলা চালালে একই ধরনের পাল্টা হামলা চালাবে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহী ইরানে হামলার ইসরাইলী হুমকিকে শ্রেফ বাগাড়ম্বর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন আসল যুদ্ধের ধকল সাত দিন সহ্য করার শক্তি ইসরাইলের নেই।


এ অবস্থায় ব্রিটিশ এমপি জেরেমি করবিন আজ বলেছেন, ইরানের ওপর যেকোনো ধরনের হামলা হলে সবাইকে অনুশোচনা করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানে হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ।
দেখুন

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন, ইরানে হামলা করা হলে তা হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ভুল। কিউবার রাষ্ট্রীয় মুখপত্র দৈনিক গ্রানমায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেছেন।


রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের হামলা হবে 'মারাত্মক ভুল'।


ভারতের প্রখ্যাত লেখিকা অরুন্ধতি রায় বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনঠাসা করার কাজে ভারতকে ব্যবহারের চেষ্টা করছে। আজ হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমানে ইন্দো-মার্কিন সম্পর্কের যে কথা বলা হচ্ছে তা একটি সাজানো নাটক। ইরানকে একঘরে করার মার্কিন প্রচেষ্টায় ভারতকে সম্মত করা এবং সেইসঙ্গে চীনকে একহাত দেখে নেয়ার জন্য এ নাটক মঞ্চায়িত হচ্ছে।


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ দাউদওগলু বলেছেন, ইসরাইল ইরানের ওপর হামলা চালাতে গেলে তুরস্ক প্রথম দেশ হিসেবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।


অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- ইরানে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এ যুদ্ধের মাধ্যমে ইসরাইলের পতনও ত্বরান্বিত হতে পারে। আমরা যুদ্ধ চাই না। তবে যুদ্ধবাজদের ধ্বংস কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ