দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ খানকে(৩২) ফেন্সিডিলসহ আটক করেছে আখাউড়া থানা পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নূরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে রাত সোয়া নয়টার দিকে ভ্রাম্যমান আদালত তাকে মাদক বহনের দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.আবুল হাসেম তাকে এ কারাদণ্ডর আদেশ দেন।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মহসিন জানান, টাইগার এর তিনটি বোতলে পুরে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা থেকে তাকে আটক করা হয়েছে। তার বাড়ি জেলার বাঞ্ছারামপুর উপজেলায়।
তিনি আরও জানান, তার কাছ থেকে দেশ টিভি’র বুম, ৩য় বর্ষপূর্তির নিমন্ত্রন পত্র, একটি ভিডিও ক্যামেরা, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া, দৈনিক কুমিল্লার ডাক এবং অনলাইন নিউজ পোর্টাল বিসিজেএ নিউজ এর বিশেষ প্রতিনিধির পরিচয় পত্র পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন