শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

ছাত্র ধর্মঘট সফলে অভিনব কৌশলঃ চবির শ্রেণিকক্ষের তালায় শিবিরের ‘সুপারগ্লু’

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারদফা দাবির সমর্থনে লাগাতার ধর্মঘট চালাচ্ছে ছাত্রশিবির। তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারনে ধর্মঘট সফলে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে তারা। আর সেই কৌশলের অংশ হিসেবে এবার যুক্ত হয়েছে শ্রেণী কক্ষের তালায় ‘সুপার গ্লু’ (আটা) লাগিয়ে দেওয়ার মত অভিনব কৌশলের। বৃহস্পতিবার আন্দোলনের পঞ্চম দিনে একাডেমিক ভবনের শতাধিক কক্ষে তালায় সুপারগ্লু লাগিয়ে দিয়েছে তারা। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব এ কৌশলে হতবাক অনেকে। সুপারগ্লু দেওয়ার তালাতে চাবি ঢোকাতে না পারায় ক্লাস রুমের দরজা খুলতে পারেনি কর্তৃপক্ষ, একারণে দরজা খোলা হয়নি বেশির ভাগ শ্রেণী কক্ষের। সুপারগ্লু লাগিয়ে দেওয়া শতাধিক তালা তাৎক্ষণিক ভাঙতে নিষেধ করে চবি প্রশাসন। তালার ভিতর থেকে সুপারগ্লু কিভাবে বের করা যায় এ নিয়ে প্রক্টর অফিস ও নিরাপত্তা দপ্তর আলোচনায় বসে রসায়নবিভাগের শিক্ষকদের সাথে। রসায়ন বিভাগের শিক্ষকরা রাসায়নিক পদার্থ দিয়ে তালা ঠিক করার পরামর্শ দেয়। তবে তা সময় সাপেক্ষ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা খোলার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি।

অন্যদিকে শ্রেণী কক্ষের তালায় সুপারগ্লু দেওয়ার বিষয়ে জানতে চাইলে চবি শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুল্লাহ বলেন, "সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আমরা অসহিংস আন্দোলনে বিশ্বাসী বলেই তালায় সুপারগ্লু লাগানোর মত কর্মসুচি হাতে নিয়েছি।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ