অনলাইনে ইনকাম করা যায় অনেকে শুনেছেন কিন্তু কখনো নিজে করেছেন? হ্যাঁ
এবার নিজেই করবেন। আমাদের দেশের অধিকাংশ ছাত্রদের পরালেখা চালিয়ে নেওয়ার
মূল সম্বল হল Tuition বা Outsourcing ।
আউটসোর্সিং কী?
কোন
একটি প্রতিষ্টানের কাজ বাহিরের কাউকে দিয়ে করিয়ে নেওয়াকে বলা হয়
আউটসোর্সিং। আমাদের দেশে আউটসোর্সিং-এর কাজ করে অনেকেই আত্ননির্ভরশীল।
আউটসোর্সিং সম্বন্ধে যারা একেবারেই জানেনা তারা আমার আউটসোর্সিং রিলেটেড
লেখাটি পড়ুন বা এখানে আউটসোর্সিং রিলেটেড অনেক লেখা আছে সেগুলো পড়ুন।
যারা কিছু কিছু জানে তাদের জন্য এই লেখাটি। আউটসোর্সিং নামটা আসলে প্রথমেই
মনে আসে oDesk-এর কথা। কিন্তু এ সাইটে কাজ পেতে হলে অনেক অপেক্ষা করতে হয়
এবং অনেক অভিজ্ঞতা লাগে। এই জন্য ছোট ছোট কিছু সাইটে কাজ করে অভিজ্ঞতা
বাড়ানোই বুদ্ধির কাজ। অভিজ্ঞতাও হলো ইনকামও হল। এমন কয়েকটা সাইটের নাম
নিচে দেওয়া হল ।
Microworkers এতে Registration করতে এখানেক্লিক করুন।
Minuteworkers এতে Registration করতে এখানে ক্লিক করুন।
Minijobz এতে Registration করতে এখানে ক্লিক করুন।
এখানে
কাজের জন্য অপেক্ষা করতে হয়না। এখানে ছোট ছোট অনেক কাজ আছে। যেমনঃ
Facebook like, Youtube like, twitter like,book marking, forum posting,
article writing, download and install, signup, email submit, ইত্যাদি।
এখানে 0.5$ থেকে 3$ পর্যন্ত
দামের কাজ আছে। এরা AlertPay, PayPal, Money bookers, ইত্যাদির মাধ্যমে
টাকা প্রদান করে আর যেহেতু বাংলাদেশে এখন AlertPay আছে সুতরাং টাকা Cash
করতে টেনশন করতে হবেনা। আপনার AlertPay অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্লিক করে
একটি অ্যাকাউন্ট খুলে নিন। ও হ্যাঁ Alertpay-এর account category-তে
তিনটি option আছে। আপনি অবশ্যয় Personal pro টি select করবেন। তাহলে আপনি
কিছু সুবিধা পাবেন। সমস্যা হলে আমাকে ফোন করতে ভুলবেননা।
আপনি কোন কাজ না জানলে এখানে (টেকটিউনসে) বলুন এখানে অনেক অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছেন।
যারা Captcha entry কাজ করতে চান তারা আমার এই পোস্টটি পড়ুন। এই কাজে কোন বিড করতে হবেনা এবং ২৪ ঘন্টা কাজ করতে পারবেন।
এখন আসি Tuition -এর বিষয়ে। একজন ছাত্রের জন্য অন্য আরেকটি সম্বল হল Tuition ।
কিন্তু
ছাইলেই কি Tuition পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর সবারই জানা। একটা
টিউশনি পেতে কত ঝামেলা যে পোহাতে হয় সেটা সবারই জানা। অনেক সময় দেখা
যায় টিউশনি খুজতে খুজতে নিজের পড়ালেখার অবস্থা খারাপ হয়ে যায়। আমার
কথাই বলি ভাই আমি যখন প্রথম ঢাকায় আসি তখন (অনেক ঝামেলা পোহাতে হয়েছে
ভাই সে সব বলছিনা) হন্য হয়ে টিউশনি খুজতেছিলাম। কিন্তু কিভাবে খুজি? আমার
তো আর পরিচিত কেউ নেই। থাকলেও সে আমার জন্য টিউশনি খুজবে? নাকি নিজের জন্য
খুজবে? টিউশনির চিন্তায় চিন্তায় পড়ালেখার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে।
তখন মাথায় একটা সাধারন বুদ্ধি আসলো। কম্পিউটার কম্পোজ করে “পড়াতে চাই”
নাম দিয়ে একটা লিফ্লেট বের করলাম। তারপর বেশ কয়েকটা কপি করে জায়গায়
জায়গায় লাগালাম। ঘন্টা পাঁচেক পরে গিয়ে দেখি লিফ্লেট গুলো আর দেখা
যাচ্ছেনা। আচ্ছা বলুনতো কেন দেখা যাচ্ছেনা? হা, হা, ছোট্ট লিফ্লেটটার উপর
যদি ইয়া বড় বড় নেতা/মন্ত্রীর ব্যানার লাগানো হয় দেখা যাবে কেমনে? আমার
সমস্ত খরচ তো গেলই সঙ্গে কষ্টটাও বৃথা। ছাত্রদের এমন কত রকম কষ্টযে করতে
হয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন