রবিবার, ২৫ মার্চ, ২০১২

আইএসআই’র টাকার বানোয়াট খবরটির কথা আবারও বলছেন হাসিনা : দুররানির সাক্ষ্যের অনুলিপি চেয়েছে বাংলাদেশ

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ সত্ত্বেও আইএসআই’র টাকার বানোয়াট খবরটির কথা আবারও বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল সিলেটে অনুষ্ঠিত ১৪ দলের সমাবেশে বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আইএসআই’র কাছ থেকে তাদের টাকা নেয়ার বিষয়ে বিদেশি পত্রিকায় খবর ছেপেছে। আইএসআই’র টাকা নিয়ে কীভাবে নির্বাচন করা হয়—এটা সারা দুনিয়ার মানুষ জেনে গেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, পরাজিত শক্তির কাছ থেকে যারা টাকা নিয়ে নির্বাচন করে, তাদের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কতটুকু বিশ্বাসযোগ্য?
বিএনপি ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র কাছ থেকে ৫ কোটি রুপি নিয়েছে—এ খবর প্রচারিত হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা বিষয়টি ইস্যু করে বক্তব্য-বিবৃতি দিয়ে আসছেন। শেখ হাসিনা জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাকিস্তানের এজেন্ট বলেও অভিযোগ করেন। হলফনামায় কেউ মিথ্যা কথা বলেন না বলেও প্রধানমন্ত্রী দাবি করেন। প্রথম থেকেই বিএনপি বিষয়টিকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়ে আসছে। বিএনপির পক্ষ থেকে ঘটনার জন্য প্রধানমন্ত্রীকে দেশবাসীর সামনে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়। দু’দলের এই পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে ২২ মার্চ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে বিএনপিকে টাকা দেয়ার বিষয়কে নাকচ করে ওই খবরকে বানোয়াট বলে উল্লেখ করা হয়। আইএসআই’র সাবেক প্রধান আসাদ দুররানির আদালতে দেয়া হলফনামায় বাংলাদেশ বা বিএনপির কোনো নামও উল্লেখ নেই বলে জানানো হয়।
পাকিস্তানের এ বিবৃতির একদিন বাদেই গতকাল সিলেটের জনসভায় শেখ হাসিনা এই মিথ্যা ইস্যুকে সামনে এনে বিরোধী দলের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সরকার পাকিস্তানের আদালতের সাক্ষ্যের ট্রান্সক্রিপ্ট চেয়েছে। ট্রান্সক্রিপ্ট পাওয়ার পর সরকার এ বিষয়ে কথা বলবে।
বিএনপিকে টাকা দেয়ার খবরকে বানোয়াট উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিও সরকার দেখেছে বলে দীপু মনি এ সময় উল্লেখ করেন।
সৌদি দূতাবাস কর্মকর্তা খুনের ঘটনায় সৌদি তদন্ত দলের ঢাকা আগমন প্রসঙ্গে দীপু মনি বলেন, বাংলাদেশে যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় তদন্তের জন্য বিদেশিদের আনা হয়। সেভাবেই সৌদি কর্মকর্তা খুনের ঘটনায় সৌদি আরবের প্রতিনিধি পাঠানোর কথা সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। এখনও দিন-তারিখ ঠিক হয়নি। তবে সৌদি আরবের তদন্ত দল আসবে।
গতকাল একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাত্কারে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ গোয়েন্দা সংস্থা আইএসআই’র কাছ থেকে বিএনপির টাকা নেয়ার বিষয়টি সত্য বলে দাবি করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রসঙ্গে হানিফ বলেন, আইএসআই’র সাবেক প্রধান আদালতে হলফনামা দিয়ে টাকা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। কাজেই এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এজেন্টদের (বিএনপিকে) বাঁচাতে বিবৃতি দিতেই পারে।
ঘটনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণার জবাবে হানিফ বলেন, আমাদেরকে মামলার ভয় দেখিয়ে লাভ নেই। বিষয়টি হয়েছে পাকিস্তানের আদালতে আর বিদেশি পত্রিকা খালিজ টাইমস ওই খবর প্রচার করেছে। বিএনপি মামলা করতে চাইলে তাদের বিরুদ্ধে করুক।
সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাকা নেয়ার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, তারা এ বিষয়ে তথ্য পেলে তা জনসম্মুখে প্রকাশ করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ