মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ




বাল্যবিয়ে প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েও ঠেকাতে পারছে না বাল্য বিয়ে। অসচেতন পিতা-মাতা, কাজী এবং সমাজপতিদের চাপে প্রায়ই বিভিন্ন স্থানে বাল্য বিয়ের ঘটনা ঘটছে। এতে করে মেয়েদের শিক্ষার হার কমে যাচ্ছে অন্যদিকে অপুষ্টির শিকার হয়ে রোগাক্রান্ত হয়ে পড়ছে সমাজের কিশোরীরা। এধরণের চিত্র সারাদেশেই রয়েছে। সরকার যখন বিভিন্ন আইন করেও বাল্য বিয়ে ঠেকাতে পারছে না ঠিক তখনই ভোলার লালমোহনে এক কিশোরীকে জোর করে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় তার নিজের বাবা-মা ও খালার বির“দ্ধে থানায় অভিযোগ করেছে ওই সাহিদা নামের ৫ম শ্রেণীর ছাত্রী।
অভিযোগে জানাযায়, ২৭মার্চ মঙ্গলবার রাত ৮টায় সাহিদা নিজেই লালমোহন থানায় এসে তাকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা এবং এ বিয়ের কবল থেকে নিজেকে রক্ষা ও প্রতিকার চেয়েছে থানা পুলিশের কাছে। সে আর সকল ছাত্রীর মতো এখনো লেখাপড়া করতে চায়। লালমোহন থানা কম্পাউণ্ডে কথা হয় সাহিদার সাথে। এসময় পড়নে ছিল তার স্কুলের ড্রেস।
এসময় সাহিদা জানায়, লালমোহন হাসিনা খানম রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সে। তার রোল নং ১৭। পৌরসভার ৯নং ওয়ার্ডে তার বাড়ি। পিতা মোঃ ফারুক বাজারে জসিমের মুদি দোকানে শ্রমিকের কাজ করে। মা মিনারা গৃহিনী। ৫ ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়। বড় বোন কুলসুমকেও অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে। এবার সাহিদার পালা। সাহিদার জন্য তার মা ও খালা নাজমা বেগম ৪ মাস পূর্বে ঢাকার শরীয়তপুরের রফিক নামে এক ছেলেকে নিয়ে আসে সাহিদার সাথে বিয়ে দেওয়ার জন্য। সাহিদা এ বিয়েতে অমত প্রকাশ করলে তাকে মারপিট করে মা ও খালা। পরে জোর করে তাকে ওই সময় বিয়ে দেয়া হয় রফিকের সাথে। বালুরচর এলাকার মন্নান কাজি এ বিয়ে পড়ায়। বিয়ের রাতেই সাহিদাকে স্বামীর সাথে এক ঘরে থাকতে বললে সেখানেও সাহিদা অমত প্রকাশ করে। তখনো তাকে মারপিট করে। তারপরও সাহিদা স্বামীর ঘরে যায়নি বলে জানায়। এরপর বিয়ে নামে এ শৃক্সখল থেকে নিজেকে রক্ষা করতে সাহিদা সিদ্ধান্ত নেয় প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেয়ার। তাই সে মঙ্গলবার রাতে থানায় এসে অভিযোগ দায়ের করেছে। যাতে করে এ বিয়ে থেকে মুক্ত হয়ে সে লেখাপড়া চালিয়ে যেতে পারে।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি)শীলমনি চাকমা জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে দায়ীত্ব দেয়া হয়েছে। এছাড়াও ওই মেয়ের যাতে কোন সমস্যা না হয়, সে জন্য সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ