২৫
মার্চ (রেডিও তেহরান): যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পুলিশ অকুপাই
আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত রেখেছে। গতকাল (শনিবার) পুঁজিবাদ
বিরোধী অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের কর্মীরা জুকোটি পার্ক থেকে মিছিল
নিয়ে ইউনিয়ন স্কোয়ারে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় এবং বেশ কয়েক
জনকে আটক করে। বিক্ষোভকারীদের আটক করার কথা স্বীকার করলেও সঠিক সংখ্যা
জানায়নি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিপুল সংখ্যক পুলিশ
বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় এবং একজন নারী বিক্ষোভকারীর পোশাক টেনে
তাকে অর্ধনগ্ন করে ফেলে। এ সময় আকাশে পুলিশের হেলিকপ্টার টহল দিতে দেখা
গেছে।
গত ১৭ মার্চ ওয়াল স্ট্রিট দখল আন্দোলনের ছয় মাস পূর্তির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে গতকালের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া তারা পুলিশি বর্বরতার প্রতিবাদে আগামী ১ মে নিউ ইয়র্কে ধর্মঘটেরও ডাক দিয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের ওয়াল স্ট্রিট থেকে আন্দোলনের যাত্রা শুরু হয় এবং দীর্ঘদিন শহরের জুকোটি পার্কে অবস্থান কর্মসূচি পালন করার পর ব্যাপক পুলিশি অভিযানের মাধ্যমে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। পুলিশ জুকোটি পার্ক থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদ করলেও আন্দোলন এরইমধ্যে যুক্তরাষ্ট্রের শত শত শহরে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সীমা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও সে আন্দোলনের প্রভাব পড়েছে।#
গত ১৭ মার্চ ওয়াল স্ট্রিট দখল আন্দোলনের ছয় মাস পূর্তির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে গতকালের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া তারা পুলিশি বর্বরতার প্রতিবাদে আগামী ১ মে নিউ ইয়র্কে ধর্মঘটেরও ডাক দিয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের ওয়াল স্ট্রিট থেকে আন্দোলনের যাত্রা শুরু হয় এবং দীর্ঘদিন শহরের জুকোটি পার্কে অবস্থান কর্মসূচি পালন করার পর ব্যাপক পুলিশি অভিযানের মাধ্যমে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। পুলিশ জুকোটি পার্ক থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদ করলেও আন্দোলন এরইমধ্যে যুক্তরাষ্ট্রের শত শত শহরে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সীমা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও সে আন্দোলনের প্রভাব পড়েছে।#
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন