শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

বিএনপিকে নির্বাচনের সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অর্থ দিয়েছে এমন অভিযোগ এনে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

বিএনপিকে নির্বাচনের সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অর্থ দিয়েছে এমন অভিযোগ এনে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসআই’র সাবেক প্রধান এই অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর।মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এর মুখপাত্রের বরাত দিয়ে ২২ মার্চ বিবৃতিটি প্রকাশ করা হয়। 

এতে বলা হয়, এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেছেন, "১৯৯১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আইএসআই অর্থ দিয়েছে বলে সংস্থাটির সাবেক প্রধানের যে স্বীকারোক্তির কথা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে তা কেবল ভিত্তিহীনই নয়, ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে সুসম্পর্কে বাধা সৃষ্টির একটি প্রয়াশও বটে। তিনি আরও বলেন, পাকিস্তান অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অনঢ়। তবে এমন মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট খবর মেনে নেওয়া সঠিক হবে না।"

এদিকে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া আইএসআই’র কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করেছেন আওয়ামী লীগের এমন অভিযোগের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবেন বলে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগের এ বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই প্রধানমন্ত্রীকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে হবে, নইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

প্রমান: পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিবৃতি
পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিবৃতি 
Click This Link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ