রবিবার, ২৫ মার্চ, ২০১২

পাকিস্তানের ৫ রান কাটার আবেদন : বাংলাদেশ হবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন?

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের স্কোর থেকে পাঁচ রান কাটার আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট পরিচালন কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ গতকাল রাতে বলেন, আইসিসি ও এসিসিতে এ আবেদন জানানো হয়েছে। আবেদন বিবেচনায় নিয়ে পাকিস্তানের রান কাটা হলে বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বিবেচিত হবে।
বিসিবি কর্মকর্তা এনায়েত বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে গতকাল এক বৈঠকে আবেদন জানানো হয়।’ এসিসিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল। আর এ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হক।
বৃহস্পতিবারের ফাইনাল খেলায় শেষ ওভারে ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে পাকিস্তানি বোলার আইজাজ চিমা ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন—এ অভিযোগে পাকিস্তানের স্কোর থেকে পাঁচ রান কেটে নিতে আইসিসি ও এসিসিতে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনায়েত হোসেন বলেন, ‘ওই খেলায় চিমাকে আম্পায়ার সতর্ক করলেও বাংলাদেশ তাতে সন্তুষ্ট নয়।’
শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে বাংলাদেশকে দুই রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ওই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান করেছিল ২৩৬ রান। জবাবে বাংলাদেশ ৫০ ওভারে করে ২৩৪ রান। পাকিস্তানের পাঁচ রান কমানো হলে তাদের স্কোর দাঁড়াবে ২৩১ রান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্লেয়িং কন্ডিশনের ৪২(৫) ধারায় এ আবেদন জানিয়েছে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ