একটা সবুজ ডানার পাখির বুকে ওরা
বুলেট দিয়ে রক্তগঙ্গা বইয়ে দিতে চেয়েছিলো
সে রক্ত পাখিটির বুকে দাউদাউ করে
স্বাধীনতার লালচে আগুন জ্বালিয়েছিলো।
ওরা ঘুমিয়ে ছিলো, ওরা জানতোনা
পরাধীন দেশের মানুষের ঘুমে নিষেধাজ্ঞা আছে
স্বাধীনতা ছিনিয়ে এনে তারপর
নিজেকে সঁপে দাও, ঘুমের কাছে।
এদেশের মানুষের ঘুম এনে দিতে
কতপ্রান চিরতরে ঘুমিয়ে গেছে
চেয়ে দেখো স্বাধীনতার এতো বছর পরেও
হায়েনারা জেগে আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন