বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

PTC থেকে দূরে থাকুন সৃজনশীল কাজে মনোনিবেশ করুন সঙ্গে আয় করুন। পরিশ্রম করুন সাফল্য আসবেই।

Freelancing বা Outsourcing মানে কি ক্লিক করে টাকা কামানো? নাকি সেটা একটা MLM কোম্পানি ? নতুনরা আজ বিভ্রান্তিতে “অনলাইনে ইনকাম” আসলে জিনিষটা কী? তাই নতুনদের জন্য এই লেখাটি। যারা অভিজ্ঞ তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম। টেকটিউনসের প্রতি আমরা কৃতজ্ঞ যারা এমন একটি সাইটের ব্যবস্থা করেছে।
টেকটিউনস আজ সবার জীবনের একটি অংশ। কোন সমস্যা হলেই টেকটিউনস এবং সমাধান। কারন এখানে আছে বাঘা বাঘা টিউনার ভাই যাদের কাজই মানুষের উপকার করা।
এবার আসল কথায় আসি। ভাই অনলাইনে ইনকাম মানে ক্লিক করে টাকা কামানো ও না আবার এটা কোন MLM পক্রিয়া ও না। অনলাইনে ইনকাম করা হলো Outsourcing।
Outsourcing সম্বন্ধে যারা একেবারেই জানেন না তার আমার Outsourcing রিলেটেড পোস্টটি পড়ুন।
যারা কিছু কিছু জানে তাদের জন্য এই লেখাটি।
Outsourcing-এর কাজ পাওয়া যায় এমন কয়েকটি প্রধান সাইট হল। oDesk, Freelancer, Elancer, Getacoder,Guru, etc.
কিন্তু এগুলোতে কাজ পাওয়া সময়ের ব্যাপার এবং অভিজ্ঞতার ব্যাপার। কিন্তু যখন কাজ পেতে শুরু করবেন তখন কাজ আসতেই থাকবে। তাই ধৈর্য ধরতে হবে। কারন ধৈর্য সাফল্যের চাবিকাঠি।
এখন ওখানে কাজ শুরু করার আগে বুদ্ধিমানের কাজ হচ্ছে ছোট ছোট কিছু সাইটে কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়ানো যেখানে কাজের জন্য অপেক্ষা করতে হয়না।
এখানেও Facebook like, Youtube like, twitter like,book marking, forum posting, article writing, download and install, signup, email submit, ইত্যাদি। কাজ গুলিই আপনি পাবেন।
ভাই আরেকটা কথা বলে রাখি। সাইটগুলোতে কাজ করতে গিয়ে যে একটা অভিজ্ঞতা অর্জন করলাম সেটা হল Microworkers-এ কাজ করার সময় অনেক সময় দেরি হয়ে গেলে কাজটি আর submit করা যায়না কারন কাজটি বন্ধ হয়ে যায়। কিন্তু এই সাইটগুলোতে এখনো এরকম কিছু ঘটেনি অনেক দেরিতেও কাজ submit করতে পেরেছি। আসলে ব্যাপার যদি অন্যটা হয়ে থাকে অভিজ্ঞ কেউ থাকলে অবশ্যয় জানাবেন তাহলে আমাদের মত নতুনরা উপকারিত হব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ