নজরুলের সেই কবিতার মত বংলাদেশ যেন কুলি আর ভারত হলো বাবুসাব
"দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে পায়ের নীচে দিল ঠেলে
চোখ ফেটে এল জল...”
হায়! আমরা ৭১ এর সেই জাতিকে আজ কত গুণে ধরেছে। একের পর এক বারবার সেই ভারতী বাবুরা আমাদেরকে পায়ের নিচে ফেলে মারছে আর আমরা???.........
কখনো মাঝে মাঝে ব্লগে জোরে জোরে কিবোর্ড খামচিয়ে দু চার গালিগালাজ করি..........শেষ
মাঝে মাঝে দু একটা পোষ্ট স্টিকি হয় সেখানেও মুখস্ত লাইক বাটনটা চাপ মারি...ভাবটা এমন যেন ভাতের মত ভারতকে টিপ দিলাম আর সে গলে গেল।
এরপর..........
আবারো সেই ভারতী কালচার পোশাকআশাক নায়ক নায়িকার শরিরী কসরত দেখা..বন্ধুদের সাথে এসব নিয়ে আড্ডা...
আবারো একটি সীমান্ত হত্যা...
আবারো একটু লম্ফঝম্প...কি-বোর্ডে খামচাখামচি...আর একটু গালি..শেষ!
আবার খেলার মাঠে জয়পরাজয়েরে তামাশা....মাছ দিয়ে শাক ঢাকার মত খেলার জয় পরাজয়েই কি সীমান্ত জয়??
বারবার এসব দেখতে দেখতে মনে পড়ে আবারো...আমরা কি এমনি দুর্বল হয়ে গেছি..নজরুল কি রূপকভাবে বাঙালি জাতিকেই ইঙ্গিত করে হয়তবা প্রশ্নটি ছুঁড়েছেন--
“...এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?"
-----------
যে জন্য আমার এত রাখঢাক---বেনাপোলে আরো এক বাংলাদেশী যুবককে পিটিয়ে মারল
"দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে পায়ের নীচে দিল ঠেলে
চোখ ফেটে এল জল...”
হায়! আমরা ৭১ এর সেই জাতিকে আজ কত গুণে ধরেছে। একের পর এক বারবার সেই ভারতী বাবুরা আমাদেরকে পায়ের নিচে ফেলে মারছে আর আমরা???.........
কখনো মাঝে মাঝে ব্লগে জোরে জোরে কিবোর্ড খামচিয়ে দু চার গালিগালাজ করি..........শেষ
মাঝে মাঝে দু একটা পোষ্ট স্টিকি হয় সেখানেও মুখস্ত লাইক বাটনটা চাপ মারি...ভাবটা এমন যেন ভাতের মত ভারতকে টিপ দিলাম আর সে গলে গেল।
এরপর..........
আবারো সেই ভারতী কালচার পোশাকআশাক নায়ক নায়িকার শরিরী কসরত দেখা..বন্ধুদের সাথে এসব নিয়ে আড্ডা...
আবারো একটি সীমান্ত হত্যা...
আবারো একটু লম্ফঝম্প...কি-বোর্ডে খামচাখামচি...আর একটু গালি..শেষ!
আবার খেলার মাঠে জয়পরাজয়েরে তামাশা....মাছ দিয়ে শাক ঢাকার মত খেলার জয় পরাজয়েই কি সীমান্ত জয়??
বারবার এসব দেখতে দেখতে মনে পড়ে আবারো...আমরা কি এমনি দুর্বল হয়ে গেছি..নজরুল কি রূপকভাবে বাঙালি জাতিকেই ইঙ্গিত করে হয়তবা প্রশ্নটি ছুঁড়েছেন--
“...এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?"
-----------
যে জন্য আমার এত রাখঢাক---বেনাপোলে আরো এক বাংলাদেশী যুবককে পিটিয়ে মারল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন