মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

ঝিনাইদহের বিদায়ী জেলা প্রশাসকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা


ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরে ২৫টি পদে চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান যুগ্ম সচিব রমা রানী রায়সহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যার মামলা নং ১২১/১২।
ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা ইলাহী মন্ডলের ছেলে মতিয়ার রহমান নামে এক যুবক বাদী হয়ে ঝিনাইদহ সিনিয়র সহকারী জজ বুশরা সাইয়েদার আদালতে মামলাটি করেন।
মামলায় গত ১৫ মার্চ নিয়োগ পাওয়া ২৫ জনসহ ঝিনাইদহের বর্তমান জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সাবেক জেলা প্রশাসক ও বর্তমান যুগ্ম সচিব রমা রানী রায়সহ ২৮ জনকে বিবাদী করা হয়েছে।
বাদীর আইনজীবী অ্যাড. শামিম আহম্মেদ বাংলানিউজকে জানান, ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরে চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে যে সীমাহীন দুর্নীতি ও সরকারী বিধি বিধান লঙ্ঘন করা হয়েছে সেটাই অভিযোগ পত্রে তুলে ধরা হয়েছে।
তিনি আরো জানান, বিদায়ী জেলা প্রশাসক রমা রানী রায় গত ৮ ফেব্রয়ারি ২০১২ জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। যার পদোন্নতি ক্রমিক নং ২১৭ এবং প্রজ্ঞাপন নং ০৫.০০.০০০০.১৩০.১২.০০৩.২০১২.৫৩।
বাদীর আইনজীবী বিস্ময় প্রকাশ করে জানান, সেই তিনিই আবার কি করে ঝিনাইদহ জেলা প্রশাসক হিসেবে ১৫ মার্চ ২০১২ ইং তারিখে ২৫ জনকে নিয়োগ দিলেন?
এদিকে বাদী তার আরজিতে উল্লেখ করেছেন, সাবেক জেলা প্রশাসক রমা রানীর বিরুদ্ধে ইতিপূর্বে যারা মামলা করেছিলেন তাদের মধ্যে কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের আজিজুর রহমান, ঝিনাইদহ শহরের হামদহ এলাকার সুমি কুণ্ডু, ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের তরিকুল ইসলাম ও একই উপজেলার হুদা পুটিয়া গ্রামের জুলফিককার আলী ভুট্রোকে মামলা তুলে নেওয়ার শর্তে চাকরি দিয়েছেন। এছাড়া বয়স জালিয়াতি, ভুয়া মুক্তিযোদ্ধা, আনসার ও এতিম কোটায় একাধিক ব্যক্তিকে চাকরী দেওয়া হয়েছে।
অ্যাড. শামিম আহম্মেদ বুধবার এ বিষয়ে শুনানি শেষে আদালত আদেশ দিবেন বলে তাদের জানিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, গোটা নিয়োগ পক্রিয়া সম্পর্কে তিনি অবগত না। তা ছাড়া আদালতে মামলার বিষয়েও তিনি জানেন না।
এ বিষয়ে ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান যুগ্ম সচিব রমা রানী রায়ের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ