রবিবার, ২৫ মার্চ, ২০১২

পাকিস্তানিদের বেইমানির কারনে ফাইনালে হেরেছে বাংলাদেশ




পাকিস্তানিদের বেইমানির কারনে এশিয়ান চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশীদের । পাকিস্তানিরা যখন দেখলো বাংলাদেশকে কোনো ভাবেই থামানো যাবে না তখন তাঁরা বেইমানির পথ বেছে নিয়েছিল । মাহমুদুল্লাহ রিয়াদক যদি ব্যাটিং করতে থাকতেন তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ জিতে যেতো তাই পাকিস্তানি বোলার এযায চীমা মাহমুদুল্লাহ রিয়াদকে ইচ্ছাকৃত ভাবে বাধাগ্রস্ত করেন । এই ভাবে বেইমানি করে পাকিস্তান জিতে যায় । এই প্রথম নয় কয়েক বছর আগেও প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় রাশিদ লতিফ মাটি থেকে বল তুলে ক্যাচের দাবি করেছিলেন । বেইমান পাকিস্তানিরা কখনই বাংলাদেশের ভালো করেনি । পাকিস্তানিদের বেইমানি বাংলাদেশীদের সবসময় মনে রাখা উচিৎ ।


বেইমানি করে বাংলাদেশকে হারিয়ে নিজের পায়ে কুড়োল মারলো পাকিস্তান ।
সন্ত্রাসের কারনে বিশ্বের কোনো দেশ পাকিস্তানে খেলতে প্রস্তুত হচ্ছে না । ফলে পাকিস্তান বাংলাদেশের কাছে অনুরোধ করে যাতে বাংলাদেশ পাকিস্তান গিয়ে খেলে । বাংলাদেশও পাকিস্তানের প্রস্তাবে রাজি হয়ে গিয়ে ছিল কিন্তু পাকিস্তানে বেইমানির কারনে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে খেললতে অশ্বিকৃতি জানিয়েছে । কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এই কথা মুর্খ পাকিস্তানিরা সেই কথা বুঝলো না । এবার দেখা যাবে কোন দেশ টেররিস্ট পাকিস্তানে গিয়ে খেলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ