শনিবার, ৩ মার্চ, ২০১২

সত্যিই ভারত স্বাধীন দেশ

আমরা অনেক সময় অনেক দেশের রাষ্ট্রপ্রধানকে 'স্বাধীন পররাষ্ট্রনীতি' অনুসরণের দাবি করতে দেখি। কিন্তু বিশ্বের ঠিক কতটি দেশ স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পেরেছে তা ভেবে দেখা যেতে পারে।

ভারত এশিয়া মহাদেশের একটি উদীয়মান শক্তি। নিজেকে সামনে এগিয়ে নিতে গিয়ে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশগুলোকে সে পায়ের নীচে রাখার চেষ্টা করছে- তাতে সন্দেহ নেই। কিন্তু সেইসঙ্গে বৃহত শক্তিগুলোকে সে ভয় পায় না।

এই মুহুর্তে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উঠেপড়ে লেগেছে ইরানের বিরুদ্ধে। ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে তাকে ধ্বংস করতে হবে- পাশ্চাত্যের এখন জিকির ওই একটিই। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করার পর অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এখনই ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়াতে চায় না। তাই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানকে ধ্বংসের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে চায় ওয়াশিংটন।

এ লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একের পর এক প্রস্তাব এনে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট (গত ৩১ ডিসেম্বর) এক ডিক্রি জারি করে ইরানের তেল ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তাকে অন্ধভাবে অনুসরণ করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নও ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া, চীন ও ভারতকে চাপ দেয় ইরানের তেল আমদানি না করার জন্য। সেইসঙ্গে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দিতে বলে নয়াদিল্লিকে। কিন্তু ভারত পাশ্চাত্যকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বাপের বেটার মতো বলে দিয়েছে ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয়া তার পক্ষে সম্ভব নয়। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি সম্প্রতি যুক্তরাষ্ট সফরে গিয়ে ওয়াশিংটনে বলে এসেছেন ইরানের তেল আমদানি বন্ধ করবে না নয়াদিল্লি।

অবশ্য পাকিস্তানও ইরানের সঙ্গে গ্যাস পাইপ লাইন প্রকল্প এগিয়ে নেয়ার কথা বলেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চামচামি করার ইতিহাসকে সামনে রেখে পাকিস্তানের এই আশ্বাসকে সন্দেহের চোখে দেখছেন অনেকে।

যাই হোক, ভারতের একটি বাণিজ্য প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইরান সফরে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এক তরফা নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে ব্যবসায় নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ খতিয়ে দেখার জন্য ভারতের এ প্রতিনিধি দল ইরান সফর করবে। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন গতকাল শেষ বেলায় জানিয়েছে, তাদের এ প্রতিনিধি দল চলতি মাসের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ভারত সফর করবে। এ সংস্থার মুখপাত্র আনন্দ সেটি বলেছেন, ভারতের প্রতিনিধি দলে এ সফরের মাধ্যমে ব্যবসার ভালো সুযোগ সৃষ্টি হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ