আসেন কিছু মিরাকল দেখি।মিরাকল দেখলে ঈমান শক্ত হয় অনেকে বলেন। ঈমান শক্ত করা দরকার।
মিরাকুলাস কথাবার্তাঃ একদিন আরবের কিছু গবেষক কাজ করছিলেন সৌদি আরবের মরুভুমিতে।আল্লার কি লীলা! কোদালের কয়েকটা কোপ আর যন্ত্রপাতি দিয়ে একটু কোপাকোপি করতেই বেরিয়ে এল বিশাল মানুষের কঙ্কাল! এমন কঙ্কাল কেউ জিন্দেগীতে দেখে নাই।কোন মানবহৃদয় কল্পনা করেছে কি না জানা নেই।
গবেষকরা ঘোষনা দিলেন এটাই সেই আদ এবং সামুদ জাতি।কুকর্মের জন্য যাদের ধংশ করা হয়েছিল।
এন্টি মিরাকুলাস ব্যাখ্যাঃ
কাফির ঈহুদিরা এই মিরাকুলাস কথা বার্তায় বিশ্বাস করে না। তারা নিচের ছবি দেখিয়ে বলে
এই ছবি নাকী আসল ছবি। এটা রে কাহিনী করে আদ সামুদ জাতির কঙ্কাল বানানো হয়েছে।American mastodon(scientific name Mammut americanum) নামের এক ধরনের গরু টাইপের প্রাণীর কঙ্কাল এটি। এই ছবি তোলা হয়েছিল আমেরিকায়। হাইড পার্কে হিডেন এক সাইটে সেপ্টেম্বর ১৬ ২০০০ সালে।এই সাইট খোড়াখোড়ির দায়িত্বে ছিল Paleontological Research InstitutionPaleontological Research Institution এবং Cornell Department of Geological Sciences।
আমেরিকান ম্যাস্টোডোন এর একটি ফুল ছবিঃ
এরা ঐতিহাসিক প্রানী। নর্থ আমেরিকায় ৩ পয়েন্ট ৭ মিলিয়ন থেকে ১০,০০০ বি সি পর্যন্ত এদের বসবাস ছিল বেশ দাপটের সাথেই। উত্তর আমেরিকায় এ পর্যন্ত প্রায় ২০০ র মত এই প্রানীর কঙ্কাল পাওয়া গেছে বলে বিবিসি তে দেখলাম। ম্যাস্টোডোনের একটা স্মার্ট কংকাল ছবি, আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি তে রাখাঃ
বিবিসির সৌজন্যে নিচের দুইটা ছবিঃ
এই হাতির মত বিরাটাকার প্রানী সম্পর্কে আরো জানতেঃ
১। বিবিসি ।
২। আরেকটি ভালো সাইট।
৩।উইকিপিডিয়া ।
মিরাকুলাস কথাবার্তাঃ একদিন আরবের কিছু গবেষক কাজ করছিলেন সৌদি আরবের মরুভুমিতে।আল্লার কি লীলা! কোদালের কয়েকটা কোপ আর যন্ত্রপাতি দিয়ে একটু কোপাকোপি করতেই বেরিয়ে এল বিশাল মানুষের কঙ্কাল! এমন কঙ্কাল কেউ জিন্দেগীতে দেখে নাই।কোন মানবহৃদয় কল্পনা করেছে কি না জানা নেই।
গবেষকরা ঘোষনা দিলেন এটাই সেই আদ এবং সামুদ জাতি।কুকর্মের জন্য যাদের ধংশ করা হয়েছিল।
এন্টি মিরাকুলাস ব্যাখ্যাঃ
কাফির ঈহুদিরা এই মিরাকুলাস কথা বার্তায় বিশ্বাস করে না। তারা নিচের ছবি দেখিয়ে বলে
এই ছবি নাকী আসল ছবি। এটা রে কাহিনী করে আদ সামুদ জাতির কঙ্কাল বানানো হয়েছে।American mastodon(scientific name Mammut americanum) নামের এক ধরনের গরু টাইপের প্রাণীর কঙ্কাল এটি। এই ছবি তোলা হয়েছিল আমেরিকায়। হাইড পার্কে হিডেন এক সাইটে সেপ্টেম্বর ১৬ ২০০০ সালে।এই সাইট খোড়াখোড়ির দায়িত্বে ছিল Paleontological Research InstitutionPaleontological Research Institution এবং Cornell Department of Geological Sciences।
আমেরিকান ম্যাস্টোডোন এর একটি ফুল ছবিঃ
এরা ঐতিহাসিক প্রানী। নর্থ আমেরিকায় ৩ পয়েন্ট ৭ মিলিয়ন থেকে ১০,০০০ বি সি পর্যন্ত এদের বসবাস ছিল বেশ দাপটের সাথেই। উত্তর আমেরিকায় এ পর্যন্ত প্রায় ২০০ র মত এই প্রানীর কঙ্কাল পাওয়া গেছে বলে বিবিসি তে দেখলাম। ম্যাস্টোডোনের একটা স্মার্ট কংকাল ছবি, আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি তে রাখাঃ
বিবিসির সৌজন্যে নিচের দুইটা ছবিঃ
এই হাতির মত বিরাটাকার প্রানী সম্পর্কে আরো জানতেঃ
১। বিবিসি ।
২। আরেকটি ভালো সাইট।
৩।উইকিপিডিয়া ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন