পুলিশের নিচুতলার কর্মকর্তা-কর্মচারীদের বেতন মূল বেতনের ৫০ শতাংশ বাড়ছে। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সবাইকে পুলিশ ভাতা হিসেবে বাড়তি এ টাকা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে একটি চিঠি দেয়া হয়েছে। প্রস্তাবটি বর্তমানে অর্থ বিভাগের বিবেচনাধীন রয়েছে। সূত্র জানায়, অর্থ বিভাগ এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত দিলে তা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে। অর্থমন্ত্রী সম্মতি দিলেই পুলিশ বাড়তি ৫০ শতাংশ বেতন পাবে। তবে এরপরও প্রশাসনিক অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (পুলিশ) ফারজানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে পুলিশ ফোর্সের সংখ্যা অপ্রতুল। তারপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বল্প সংখ্যক পুলিশকে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে এসব পুলিশ সদস্য চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করছেন। একই সাথে তারা বেআইনি অস্ত্র উদ্ধার, অপরাধীদের শনাক্ত, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধীদের শনাক্ত করা ও গ্রেপ্তার করে থাকেন। একই সাথে তারা হরতাল, ধর্মঘট, গুম, রাহাজানি, বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার, এসিড নিক্ষেপ ইত্যাদি প্রতিরোধে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকেন। সূত্রে জানা গেছে, মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা তাদের দক্ষ, পারদর্শী, সফল আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক নয়। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ পুলিশ ভাতা প্রদান করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে জানানো হয়েছে। তাই পুলিশের সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর বেতন ৫০ শতাংশ বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সময়ের প্রয়োজনেই পুলিশের বেতন বৃদ্ধি করা দরকার। কারণ র্যাব পুলিশের তুলনায় বেশি বেতন পায়। কিন্তু পুলিশ অন্য যে কোনো শৃঙ্খলা বাহিনীর তুলনায় অনেক বেশি পরিশ্রম করে। তাদের ঝুঁকিও অনেক বেশি। তাই কাজে উৎসাহ জোগাতে হলে তাদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন