আওয়ামী লীগ সরকার তার ৫ বছরের বছরের মধ্যে ৩ বছর ইতিমধ্যে অতিক্রম করেছে। ৩ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী ফিরিস্তি দিয়েছেন উন্নয়নের । আর বিরোধীদলের দাবী সরকার সব ক্ষেত্রে ব্যার্থ। সরকার ব্যার্থ বা সফল সে বিচারের ভার দেশের জনগনের উপর। আগামী নির্বাচনে তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে রায় দেবেন।
সরকারের ব্যার্থতাই অনেক। শেয়ার বাজার, অর্থনীতি, যোগাযোগ, দলবাজী ,পররাস্ট্র নীতি দূর্নীতি ইত্যাদি। জনগন ব্যার্থতাকেই বেশী মূল্যায়ন করে থাকে। অতীতের ভোটগুলোর ফলাফলের আলোকে বলা যায় আওয়ামী লীগের ভরাডুবিই হবে আগামী নির্বাচনে এবং বি এন, পি সরকার গঠন করবে।
আমার খুব জানতে ইচ্ছে করে ভারতের সাথে আমাদের অমীমাংসীত বিষয় গুলোর কি হবে?
অনেকটা হলফ করে বলা যায় যে সমস্যা গুলোর সমাধান হবে না।বানিজ্য ঘাটতি বেড়েই চলবে। সীমান্ত হত্যা বন্ধ হবে না, নদীর পানি পাবো না।
আজ যারা সরকারকে দোষারোপ করছেন নতজানু পররাস্ট্র নীতি, ভারতের দালাল ইত্যাদি বলে তারা কি পারবেন এর সমাধান করতে? অতীতের অভিজ্ঞতা বলে, তারা পারবেন না। টিপাইমুখ কি বন্ধ হবে? সিলেট কি রক্ষা পাবে?
বাংলাদেশের ইতিহাসে ৪০ বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ১২ বছর মত। বি এন পি প্রধান দিল্লী সফর করার সময় বাধ্য হয়ে ভূলে যান পানি সমস্যার কথা।
কি হবে আমাদের ?
সরকারের ব্যার্থতাই অনেক। শেয়ার বাজার, অর্থনীতি, যোগাযোগ, দলবাজী ,পররাস্ট্র নীতি দূর্নীতি ইত্যাদি। জনগন ব্যার্থতাকেই বেশী মূল্যায়ন করে থাকে। অতীতের ভোটগুলোর ফলাফলের আলোকে বলা যায় আওয়ামী লীগের ভরাডুবিই হবে আগামী নির্বাচনে এবং বি এন, পি সরকার গঠন করবে।
আমার খুব জানতে ইচ্ছে করে ভারতের সাথে আমাদের অমীমাংসীত বিষয় গুলোর কি হবে?
অনেকটা হলফ করে বলা যায় যে সমস্যা গুলোর সমাধান হবে না।বানিজ্য ঘাটতি বেড়েই চলবে। সীমান্ত হত্যা বন্ধ হবে না, নদীর পানি পাবো না।
আজ যারা সরকারকে দোষারোপ করছেন নতজানু পররাস্ট্র নীতি, ভারতের দালাল ইত্যাদি বলে তারা কি পারবেন এর সমাধান করতে? অতীতের অভিজ্ঞতা বলে, তারা পারবেন না। টিপাইমুখ কি বন্ধ হবে? সিলেট কি রক্ষা পাবে?
বাংলাদেশের ইতিহাসে ৪০ বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ১২ বছর মত। বি এন পি প্রধান দিল্লী সফর করার সময় বাধ্য হয়ে ভূলে যান পানি সমস্যার কথা।
কি হবে আমাদের ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন