রবিবার, ৪ মার্চ, ২০১২

কক্সবাজারে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার : কক্সবাজারে আদালতের অনুমতিসাপেক্ষে ৩ কোটি ৯০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

রোববার বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার আদালত প্রাঙ্গণে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এরমধ্যে ছিল এক লাখ ৩ হাজার পিস ইয়াবা, মিয়ানমারের তৈরি ১৯ বোতল মদ।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল করিম ও সমরেশ শীল-এর উপস্থিতিতে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আবদুল্লাহ আল মামুন ও আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৯৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১২


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ