জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উদ্দেশে দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বিল ২০১২ সংসদে পাস হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ও সংশোধনীগুলো নাকচ হয়।
গত ৩১ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন সৈয়দ আশরাফ। পরে বিলটি পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের ৪ দফা অনুসারে একাডেমির প্রধান কার্যালয় গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় হবে। প্রয়োজনে সরকার যেকোনো জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করতে পারবেন।
৯ দফায় একাডেমির প্রধান ১৩টি কাজের বর্ণনা দেওয়া হয়েছে। ১২(২) দফা অনুসারে মহাপরিচালক একাডেমির সার্বক্ষণিক কর্মকর্তা এবং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।
বিলের উদ্দেশ্য ও কারণসম্বলিত বিবৃতিতে বলা হয়েছে- দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জাতীয় এবং আঞ্চলিক পরিসরে গবেষণার প্রাণকেন্দ্র হিসেবে একাডেমি কাজ করবে। এছাড়া জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্নমুখী গবেষণার জন্য সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ও সংশোধনীগুলো নাকচ হয়।
গত ৩১ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন সৈয়দ আশরাফ। পরে বিলটি পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের ৪ দফা অনুসারে একাডেমির প্রধান কার্যালয় গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় হবে। প্রয়োজনে সরকার যেকোনো জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করতে পারবেন।
৯ দফায় একাডেমির প্রধান ১৩টি কাজের বর্ণনা দেওয়া হয়েছে। ১২(২) দফা অনুসারে মহাপরিচালক একাডেমির সার্বক্ষণিক কর্মকর্তা এবং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।
বিলের উদ্দেশ্য ও কারণসম্বলিত বিবৃতিতে বলা হয়েছে- দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জাতীয় এবং আঞ্চলিক পরিসরে গবেষণার প্রাণকেন্দ্র হিসেবে একাডেমি কাজ করবে। এছাড়া জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্নমুখী গবেষণার জন্য সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন