বুধবার, ১৪ মার্চ, ২০১২

এবার প্রতিবন্ধী গণনার উদ্যোগ



এবার সারাদেশের প্রতিবন্ধীদের সংখ্যা গণনা করা হবে। এজন্য প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ করবে সরকার। প্রাথমিকভাবে ৮টি উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। এরমধ্যে ৭টি বিভাগের ৭টি উপজেলা এবং পার্বত্য জেলাগুলো থেকে ১টি উপজেলা নির্বাচন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর। জানা গেছে, জরিপে প্রতিবন্ধিত্বের ধরণ ও মাত্রা এবং অটিজম চিহ্নিতকরণ ও মাত্রা নিরুপণ করা হবে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তা নিশ্চিত করা হবে। এজন্য সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে একটি সেল গঠন করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ শুরুতেই সারাদেশে করা সম্ভব হবে না। এজন্য একটি পাইলট কর্মসূচি হাতে নিতে হবে। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭টি বিভাগের ৭টি উপজেলা এবং পার্বত্য জেলাগুলো থেকে ১টি উপজেলাসহ মোট ৮টি উপজেলায় এই কর্মসূচির পাইলট আকারে বাস্তবায়ন করা হবে। পাইলট প্রকল্প থেকে অভিজ্ঞতা অর্জন করে পরে সারাদেশে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যেসব উপজেলায় ব্যাংক হিসাবে ভাতা দেয়া হয় সেসব উপজেলায় পাইলট কর্মসূচি বাস্তবায়ন করলে জরিপ কাজ সহজ হবে। এরই ধারাবাহিকতায় ৮টি উপজেলা নির্বাচন করা হয়েছে। সূত্র মতে ৮টি উপজেলা হচ্ছে, ঢাকা বিভাগের ঢাকা জেলার ধামরাই উপজেলা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বরুড়া উপজেলা, রাজশাহী বিভাগের পাবনা জেলার আটঘরিয়া উপজেলা, খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলা, বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী উপজেলা, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগর উপজেলা। জানা গেছে, তথ্য অধিদপ্তরের জনবল দিয়ে জরিপের তথ্য সংগ্রহ করা হবে। আর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীদের মাধ্যমে জরিপ পরিচালনা করা হবে। এরপর আউটসোর্সি অথবা কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে ডাটা এন্ট্রি করা হবে। তবে ইউনিয়ন তথ্য কোষের মাধ্যমে ডাটা এন্ট্রি করার সুযোগ রয়েছে। জানা গেছে, নির্বাচিত উপজেলায় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসহকারীর পদ শূন্য থাকলে অন্তত জরিপকালীন সময়ের জন্য সেসব পদ পূরণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম বলেছেন, প্রতিবন্ধীদের জরিপের জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পটি প্রথমে পাইলট আকারে করা হবে পরে দেশব্যাপী করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ