এর জন্য সরকার সরাসরি দায়ী , তিনদিন পর লঞ্চ চালু হয়েছে , লোকজনকে তিনদিন আটকে রেখে ভিড় বাড়িয়েছে সরকার। এখন এর দায় সরকার এড়াতে পারে না।
সরকার পূর্ব ঘোষণা ছাড়া নিরাপত্তার অজুহাত তুলে গত তিনদিন যেভাবে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে জনগণকে যে অবর্ণনীয় দুর্ভোগে ফেলেছে তা নজিরবিহীন। আমরা মনেকরি সরকারের এই অবিবেচিত সিদ্ধান্তের কারণেই আজকের এই লঞ্চ দুর্ঘটনা হয়েছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাই। সরকার কোনমতেই এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না।
আরেকটি স্বজন হারানো মানুষের চোখের জলের হাহাকারময় লঞ্চডুবি, আমাদের দেশে সড়ক ও নৌ দুর্ঘটনা শেষে মাননীয় মন্ত্রী মহোদয়গন এসি গাড়ীতে চড়ে আসেন লাশের পাশে দাড়িয়ে উদ্ধার তদপরতা দেখতে আর সমবেদনা জানাতে। কিন্ত অফিসে ফিরে আরাম কেদারায় বসে বেমালুম ভুলে যান সব কিছু, হয়তো স্বজন হারানো মানুষের চোখের জল তাদের মনকে ছোঁয় না। আবারো দুর্ঘটনা ঘটে, আবারো সেই একি ঘটনা-উদ্ধার তৎপরতা দেখা আর সমবেদনা জানানো।
৩০/৪৫ হাজার টাকা দিয়ে এই দায় মোচন করা যাবে না।
প্রতিবার বিভিন্ন দৈবিক কারন দেখালে ও এইবারের ঘটনা সরকারে নিজের হাতে ঘটানো। এজন্য সরকারে বিরূদ্ধে মামলা হওয়া উচিত।
সেই সাথে দ্রুত এর বিচার কাজ শেষ করা উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন