শনিবার, ৩ মার্চ, ২০১২

ষোল কোটি জন্তুর মাঝে দু পেয়ে মানুষ খুঁজি

রবিন্দ্রনাথ ঠাকুর এর একটি কথা দিয়ে শুরু করতে চাই ঃ “সাত কোটি বাঙালির হে বঙ্গ জননী, রেখেছ বাঙালি করে মানুষ কর নি।” আসলে জাতি হিসেবে আমরা কত নীচ কত হীন আর নির্লজ্জ তা বলার অপেক্ষা রাখে না। রোজদিন ঘটে যাওয়া কত লোমহর্ষক ঘটনা , শাসক কুলের কত শত দুর্নীতির রিপোর্ট প্রকাশ হয়ে পরা --- এখন খুব স্বাভাবিক মনে হয়। কারন যখন কোন জাতির সার্বিক ভাবে মূল্যবোধ ধ্বংস , নীতি নৈতিকতা বোধ লুপ্ত হয়ে যায় তখন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যহ ঘটবে এমনটাই স্বাভাবিক।
কেন এত কথা বলছি সেই আসল কথাতেই আসি --- আমাদেরই কারো সন্তান, কারো ছোট বোন টুনি। মাত্র ছয় বছর বয়সে সে নিষ্ঠুর পৃথিবীর কতো গুলো মানুষ নামক কুকুরের হাতে তার জীবনাবসান ঘটলো। মাত্র পাঁচ হাজার টাকায় একটা জীবনের বিক্রি – তারপর তাকে গন ধর্ষণ , এরপর তার শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত সংগ্রহ এখানেই শেষ নয় ইতিমধ্যে মেয়েটির জ্ঞান ফিরে এলে তাকে শ্বাসরোধ করে হত্যা। শেষ হয়ে গেল একটি নিষ্পাপ প্রান। ধরা পরেছে রুবেল নামক সেই শিশু বিক্রেতা – তবে অজ্ঞাত কারনে ছাড়া পেয়েছে তার দুই সহযোগী। এ তো বললাম একটি ঘটনা – কিন্তু এমন ঘটনা এখন রোজই ঘটছে ।
আমি আইন বুঝিনা(কারন সেটা বুঝে কাজ নেই যখন যার ক্ষমতা তখন সেই আইন প্রণয়নকারী), আমি অভাবও জানতে চাই না শুধু একটা কথা আমার মাথায় ঢুকে না যারা এমন নৃশংস কাজ করলো তারাও তো মানুষ – অভাবের তাড়নায় হোক , যৌন লিপ্সায় হোক যে কাজ তারা করলো তাদের মানবিক বোধে কি একটুও নাড়া দিল না? গরীব হোক ধনী হোক তারাও তো মানুষ – কিন্তু তাদের কেন মানুষ বলি যার কোন মূল্যবোধ নেই, মানবিক বোধ নেই ?
না আমি কোন শাসক দলকে, কোন রাজনৈতিক দলকে দোষারোপ করবনা। কারন তাদেরকে আমরাই নির্বাচিত করি --- আর ভুলে গেলে চলবে না তারা আমাদেরই মত দু পেয়ে জন্তু! হয়ত ক্ষমতায় থাকার কারনে তাদের সুযোগটা একটু বেশী। যারা মানুষ মারে, ধর্ষণ করে, অন্যায় ভাবে অন্যের হক মারে তারা তো আর কেও নয় এই দেশেরই সন্তান , আমাদেরই মাঝে লুকিয়ে থাকা পশুশক্তি ।
এমন ঘটনার বিচার চাই না কারন হীরক রাজার এই দেশে সুবিচার আশা করাই ভুল। তবে সবাই এগিয়ে এলে হয়ত এর প্রতিকার করতে পারি ......... কোরআনের সেই আয়াত বারবার মনে পরে “ যে ব্যক্তি একজন মানুষ কে অন্যায় ভাবে হত্যা করলো সে যেন গোটা মানবজাতিকে ধ্বংস করলো আর যে ব্যক্তি একজন মানুষকে রক্ষা করলো সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ