মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কিছু ফটো!


১। "Pulitzer Prize" জয়ী এ ফটোটি নেওয়া হয়েছিল ১৯৯৪ সালে র্দুভিক্ষ কবলিত সুদান থেকে। শিশুটি জাতিসংগের খাদ্য কেম্পের দিকে যাচ্ছিল ।দুর্বল শিশুটি মারা যাবার জন্য পথের মধ্য শকুন অপেক্ষারত ছিল। পরে শিশুটির ভাগ্যে কি ঘটেছিল আর জানা যায়নি। বিখ্যাত ফটোসাংবাদিক কেভিন কার্টার সুদান সফরের সময় এ ছবিটি তুলেছিলেন।



২। আফগান মেয়েটির বিখ্যাত এ ফটো তুলেছিলেন ন্যাশনাল জিওগ্রাফির ফটোগ্রাফার স্টিভ মেককারি। রিফিউজি ক্যাম্পের একটি স্কুল থেকে ফটোটি নেওয়া। 



৩। ১৯৬৭ সালে চে গুয়েভারা কে বন্দী এবং হত্যার পর , তাকে সমাহিত করার পূর্বে এ ছবি তোলা হয় যাতে জনগনের বিশ্বাস হয় তিনি মারা গেছেন। কিন্তু বাস্তবে এ ছবি তাকে মহামানবে রুপান্তার করেছিল। 



৪। ওমায়রা সানচেজ (Omayra Sánchez ) কলম্বিয়ায় ১৯৮৫ সালের আগ্নেয়গিরির আগ্নুউৎপাতের শিকার। ১৩ বছর বয়সের এ মেয়েটি টানা ৩ দিন পানিতে আটকে ছিল। ছবিটি তোলার কিছু পরে মেয়েটির মারা যায়। এ কারনে ফটোগ্রাফারকে বিভিন্ন সমালোচনার পড়তে হয়েছিল।



৫। আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে পরিচিত ব্যক্তিদের মধ্য একজন। তিনি কৃতকর্মের জন্য সবসময় স্নরনীয় হয়ে থাকবেন। ১৪ মার্চ ১৯৫১ সালে তোলার তার বিখ্যাত একটি ফটো-



৬। ইসরাঈলি সৈন্যদের গুলি থেকে রক্ষার জন্য ছেলেটির বাবা ছেলেকে আগলে রাখার চেষ্টা করছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছেলেটি মারা যায় এবং ছেলেটির বাবা মারাত্নক ভাবে আহত হয়। এ দুইজনকে রক্ষার জন্য এক এ্যামবুলেন্স ড্রাইবার এগিয়ে এসেছিল। তিনিও ভয়ংকর নরপিচাশ সৈন্যদের গুলিতে মারা যান।ইহুদিদের অবৈধ বসতির পাশের নেটজারিম রোডে ঘটনাটি ঘটেছিল।


৭।মাশরুম ক্লাউড নামের এ ফটোটি হচ্ছে নাগাসাকিতে ফেলা আমেরিকার পারমানবিক বোমার বিস্ফারনের সময়কার ছবি । ১৯৪৫ সালের ৬ আগস্ট ফেলা এ বোমায় ৮০,০০০ বেশি লোক নিহত । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ