মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

তিন ঘন্টা পঁচিশ মিনিট একুশে টিভির সম্প্রচার বন্ধ এবং খালেদা জিয়ার মায়া কান্না

 
অদ্য ১২ মার্চ সোমবার বিকাল ৩:২০ থেকে সন্ধ্যে পৌনে সাতটা পর্যন্ত বেসরকারী টেলিভিশন একুশে টিভির সম্প্রচার বন্ধ থাকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। টিভি অন করলে দেখা যায় " No Signal অথবা Blue Screen" । বিএনপির মহাসমাবেশে বেগম খালেদা জিয়ার বক্তব্য সরাসরি সম্প্রচারের কারনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাংলাভিশন ও একুশে টিভির সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ক্যাবল অপারেটররা। অথচ আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মাহবুবুল হানিফ বলেন" ইটিভির" তিন ঘন্টা পঁচিশ মিনিট সম্প্রচার বন্ধের কারণ টেকিনিক্যাল !! 
রাজধানীর মোহাম্মদপুরের ক্যাবল অপারেটর মোঃ শাহজাহান বলেন," আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের নির্দেশে তিনি একুশে টিভির সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছেন"। ক্যাবল অপারেটরদের সংগঠনও বলেছেন গোয়েন্দা সংস্থার মৌখিক নির্দেশে তারা একুশে টেলিভিশন ও বাংলাভিশনের সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। 
 
দুটি টেলিভিশনে বেগম খালেদা জিয়ার ভাষণ সম্প্রচারে বাধা দান করার তিব্র নিন্দা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া তার ভাষণ, দুটি বেসরকারী টেলিভিশনে প্রচার হয়নি বলে মায়া কান্না করেছেন তার আজকের মহাসমাবেশের ভাষণে। যার প্রতিহিংসার কারণে জনপ্রিয় এই টেলিভিশনের সম্প্রচার ২০০২ সাল থেকে একটানা ৫ বছর বন্ধ হয়ে যায়। অনেক আবেদন নিবেদন, দেশব্যাপী আন্দোলন, বিক্ষোভ, সাংবাদিকদের মানব বন্ধন, চোঁখের পানি, কিছুই টলাতে পারেনি তার পাষাণ মন। সেই তিনি তার ভাষণ সরাসরি সম্প্রচার করার অপরোধে মাত্র তিন ঘন্টা ২৫ মিনিট এর সম্প্রচার বন্ধ হওয়াতে যে উদ্বেগ প্রকাশ করেছেন তা সত্যিই প্রসংশনীয় এবং আশার সঞ্চার হয়েছে এর দর্শক ও শ্রোতাদের। এতে প্রতিয়মান যে তার ক্ষোভ ও প্রতিহিংসা কী থীত হয়ে এসেছে। যাই হোক আমরা যারা একুশে টিভির দর্শক ও শ্রোতা যারা বস্তু নিষ্ঠ সংবাদ দেখতে ও শুনতে ভরসা করি একুশে টিভির উপর তাদের সহযোগী হয়ে, তাদের ব্যাথায় ব্যথিত হয়ে তিনি তার হস্ত প্রসারিত করেছেন শুভ দৃষ্টি দিয়েছেন তার জন্য ধন্যবাদ বিরোধী দলীয় নেত্রীকে। আশা করি ভবিষ্যতে তার কোপাণল থেকে রক্ষা পাবে আমাদের প্রিয় চ্যানেল একুশে টিভি। আমরা চাইনা আর কোন সম্প্রচার মাধ্যম যেন কারো রাজনৈতির পপ্রতিহিংসার কারণে মুখ থুবড়ে না পরে। আর যেন ব্যহত না হয় তথ্যের অবাধ প্রবাহ এটাই আমাদের প্রত্যাশা । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ