রবিবার, ১৮ মার্চ, ২০১২

"জীবে দয়া করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর" জীব কি জীব কে দয় করতে পারে?

আসলেই জীব কি জীবের দয়া করতে পারে? একটা জীব যদি জীবের উপর দয়া করতে চায় তবেই তাকে খুব বেশী নিষ্ঠুর হতে হয়, কারণ সে নিজেও একটি জীব, তার নিজেকে দয়া করতে হলে অর্থাত নিজেকে বাঁচিয়ে রাখতে হলে তাকে খাদ্য গ্রহণ করতে হবে আর জীবের খাদ্য জীব, ইট বা পাথর খাওয়ার কোন সুযোগ নেই। তাই অন্য জীবকে খেতে হবে। অন্য জীবকে খেতে হলে তাকে হত্যা করতে হবে। আর হত্যায় আছে নিষ্ঠুরতা আছে নিংসতা যেখানে দয়ার কোন স্থান নেই। প্রতিদিনই প্রতিটা জীবই অন্য অনেক জীবকে হত্যা করে টিকে আছে অবশ্য নিজেও এক সময় হবে অন্য জীবের খাদ্য। তাই কি ভাবে সম্ভব জীবে দয়া করা? যদি কেউ জীবে সত্যি সত্যি দয়া করতে চায় আর জীবে দয়া করতে শুরু করে তবে তার মৃত্যু করুণ ভাবে হবে স্বল্প সময়ে। পৃথিবীর ইতহাসে কেউ কি কখনও জীবে দয়া করতে পেরেছে বা পাররে? যদিও কেউ কেউ দয়া করেছে বলে আমরা জানি আসলে সে নিজের চাহিদা পুরণ করে তবেই দয়া করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ