শুক্রবার, ৯ মার্চ, ২০১২

!"যন্ত্রনার চাষাবাদ"!

যেবার পুজোর ছুটিতে
গ্রামে চালের গাছ লাগিয়ে এলাম
শুনে তোমার সে কি হাসি!!
হাসতে হাসতেই বললে,ধুর পাগল
চালের আবার গাছ হয় নাকি?
ওটাকে বলে ধান গাছ।চাষাবাদ;
ও তোমায় দিয়ে হবে না।


তুমি শুনে হাসবে;এই যে,

আমি এখন দিব্বি চাষাবাদ করছি

আমি না হয় ভিন্ন চাষী।তাতে কি?


তোমার দেয়া যন্ত্রনার বীজ গুলো

আমার হৃদয়ের নরম মাটিতে রোপন করছি
আমি এখন পুরোদমে চাষী।
প্রতিনিয়ত যন্ত্রনার চাষাবাদ করছি।

নিয়ম করে সেচ দিচ্ছি,তবুও

তোমার দেয়া যন্ত্রনার বীজ গুলো
বড্ড বেশি খারাপ ছিলো।
গাছ গুলো সবুজ না হয়ে হয়েছে কালো।
সেগুলোর শাখা বেরুচ্ছে,শিকড় বেরুচ্ছে
শিকড় গুলো প্রতিনিয়ত
চঞ্চলা ষোড়শী যুবতীর মতো
দাপুটে বেড়াচ্ছে,শুধু তুমিই?

কবে আসবে?প্রজাপ্রতি আসবে..

পরাগ হবে,পুষ্পপত্র আসবে,
প্রতীক্ষণের ফল আসবে???


কেউ কি আসবে?প্রতীক্ষ্য কি আসবে?

আমার নিকোটিনে ভরা
ছাপোষা হৃদয়ের পোঁড়া মাটিতে।

প্রতিদিন ভাবি আমার এই ছাইপাশ লেখালেখির অভ্যেসটা বাদ দিবো,ব্লগে আসবো না।আপনাদের আর কষ্ট দিবো না।কিন্তু পারিনা।তাই কষ্ট করে আপনাদের এই ছাইপাশ গুলো গিলতে হচ্ছে।ক্ষমা করে দিবেন।


ছবি:ইন্টারনেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ