শনিবার, ৩ মার্চ, ২০১২

ফরমালিন মেশানো বিদেশী ফল পাচ্ছে ছাড়পত্র! দেশেও তো কম নয়- তারপর !


দেশে মানবদেহের জন্য মারাত্নক ক্ষতিকর ফরমালিন মেশানো হয় না এমন কোনো জিনিষ পাওয়াই হয়তো মুশকিল। এ নিয়ে মিডিয়ার কাজ লেখালেখি আর ব্যবসায়ীদের কাজ ফরমালিন মেশানো। দেশের মানুষের দেহ এখন বিষাক্ত হয়ে গেছে। তারা এসবের প্রভাবে অঘোরে প্রাণ হারাচ্ছে। তাতে কারো কিছু যায় আসে না। নেই কোন জনসচেতনতা। ভ্রাম্যমান আদালতও সরকার বন্ধ করে দিয়েছে। এসব নিয়ে কখনও হুলস্থূল কাণ্ড বাধে - আবার যা তাই।
এসব ঘটনার পর অনেকে ভাবতাম বিদেশী যেসব তাজা ফল আসে সগেুলোই ভালো। সেগুলোতে ফরমালিন নেই। কিন্তু এবারের যে চাঞ্চল্যকার খবর বিদেশী সবরকমের ফলে ফরমালিন মেশানো। আর সেইসব ফল কৃষি মন্ত্রণালয়ের রোগতত্ত্ব ও কীটতত্ত্ববিদরা ফরমালিন মিশ্রিত ফল ভালো বলে ছাড়পত্র দিচ্ছেন। ওই ছাড়পত্র দিয়েই ফরমালিন মেশানো অবৈধ ফলের ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কমলা, আঙুর, আপেল, কলা, আনার, আম, খেজুর থেকে শুরু করে মাছ মাংস, সবজি, দুধ_ সবকিছুতেই ফরমালিন ব্যবহার হচ্ছে। পণ্য টাটকা দেখাতে নির্বিচারে ব্যবহার হচ্ছে ফরমালিন।তাহলে এখন মানুষ কোথায় যাবে ! আসলে এভাবে বিষ খেয়েই মানুষ যতদিন বেচে থাকতে পারে । কারণ দেশটার সবকিছুতে বিষ ছড়িয়ে পড়েছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব কিছুতে ভয়াবহ বিষ- এর পরিণতি যে হেল তাতে কোন সন্দেহ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ