উপকরনঃ
১.ডিম ১টি
২.টমেটো ১টি
৩.মরিচ ৩টি
৪.তরল দুধ ২টেবিল চামচ
৫. পিয়াজ [বিশাল একটি পিয়াজের অর্ধেক]
৬.লবন
৭.ম্যাগি স্বাদে ম্যাজিক
৮.মটরসুটি
৯.এছাড়াও আমি দেইঃ পেয়াজ পাতা, বরবটি, পেপে, [ছোট কিউব আকারে কেটে ১ টেবিল চামচ করে]
পদ্ধতিঃ
সকল উপকরন একসাথে ফেটিয়ে গরম তেলে ভাজুন, উল্টানোর সময় ভেঙ্গে গেলে অসুবিধা নেই। ঝুরি করে ভাজুন।
এবার খান। এই রকম একটা ডিম ভাজি দিয়েই পুরা খাবার শেষ করা সম্ভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন