বগুড়া: বগুড়া শহরে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার বৈদ্যুতিক তার ও ট্রাকসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শহরের রেলগেট তিনমাথা এলাকায় সোমবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়।
এ সময় বিপুল পরিমাণ তার, বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-১৮৯৩) ও ৭ ধরনের যন্ত্রাংশসহ আব্দুল আওয়াল (৪২) এবং বেলাল হোসেন বাচ্চু নামে (৩০) ২ জনকে আটক করা হয়।
আটক আওয়াল মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন খিদির পাড়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে এবং বেলাল হোসেন বাচ্চু শরীয়তপুর জেলার গোসাইহাট থানার রানীসার এলাকার সোহরাব হোসেন সরকারের ছেলে। তারা দুজনই ট্রাক চালক।
বগুড়া ডিবি অফিস ইন-চার্জ (ওসি/ডিবি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত অনুমানিক ১টার দিকে মালামাল বহনকারী উল্লিখিত ট্রাকটির গতিবিধির ওপর নজর রাখা হয়।
পরে একপর্র্যায়ে মালামালগুলির বৈধ কাগজ দেখতে চাইলে আটকরা পুলিশকে ভুয়া ও অবৈধ কাগজ দেখায়। এরপর সন্দেহ আরও ঘনীভূত হলে ট্রাক ছেড়ে আসার স্থান সংশ্লিষ্ট স্থানীয় পলাশবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সিরাজুল ইসলামকে বিষয়টি জানালে তিনি জানান, আবু বকর এবং বেলাল হোসেন বাচ্চু ভুয়া কাগজপত্রের (চালানের) মাধ্যমে বিদ্যুৎ বিভাগের ঠিকাদার ও অপরাপর বিদ্যুৎ বিভাগের লোকজনের যোগসাজসের মাধ্যমে মালমাল চুরি করে ঢাকার উদ্দেশে পালিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, জব্দ মালামালের মধ্যে রয়েছে- বিদ্যুৎ বিভাগের ইনসুলেটেড ওয়াবস, এ.সি.এস.আর. ডগ, এ.সি.এস.আর রেভিড. এ.সি.এস.আর ডি ওয়ান, সাইড মাউন্ট ব্রাকেট, টপ মাউন্ট ব্রাকেট ও রড নেটসহ ৪ ড্রাম তার।
আটকরা মালামাল বহনের কথা স্বীকার করলেও মূল ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত নয় দাবি করে জানান, তারা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকার ট্রাক মালিক আসলামের নির্দেশে এবং রংপুর জেলার ঠিকাদার আমজাদের সঙ্গে ৮ হাজার টাকার পূর্ব চুক্তি অনুযায়ী, গাইবান্ধা জেলার পলাশবারী পীরগঞ্জ থানার চক ষোলাবাড়ী গ্রামের চম্পাকলি হাইস্কুল থেকে মালামালগুলো নিয়ে সজিব বাবু নামে এক ব্যক্তির গাজীপুর গুদামে নিয়ে যাচ্ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন