বাংলাদেশের চট্ গ্রামের হাটাজারীর থানার নন্দীর হাটে অবস্থিত শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী বাবার নয়নাভিরাম আশ্রমে হামলা চারিয়েছে কিছু ধর্মের লেবাস পড়া কিছু লোক।
মন্দিরের ভিতরে সম্পূর্ণ ধ্বংস যজ্ঞ চালায় এরা অনেকটা মধ্য যুগীয় কায়দাকে হার মানায়।
লোকনাথ বাবার শ্রী বিগ্রহটাও রক্ষা পায়নি এসব মানবতার কুলাং্গারদের হাতে। এ দেশের হিন্দুরা আর কতকাল ২য় শ্রেণীর নাগরি...ক হয়ে থাকবে?
যারা শান্তির ধর্ম শান্তির ধর্ম বলে মুখে ফেনা তুলে ফেলে তাদের বলছি, এটাই কি শান্তির নমুনা। আসুন বাংলার সকল অসামপ্রদায়িক মানুষেরা ধর্ম নিয়ে ব্যবসা করে যেসব বেশ্যা রাজনৈতিক দল ও লোক তাদের প্রতিহত করি এবং অন্তর থেকে ধিক্কার জানাই।
আরো কষ্টের বিষয়, বাংলাদেশের কোন টিভি মিডিয়ার (এটিএন নিউজ ছাড়া) খবরে এটি আেসেনি।্এটাই কি অসাম্প্রদায়িক চেতনা? কিন্তু ভাইজানেরা বিধাতার বিচার শুরু হয়েছে এবং আরো হবে শুধু অপেক্ষা করুন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন