রবিবার, ১৮ মার্চ, ২০১২

ইন্ডিয়া আজ জিতলেও বাংলাদেশ ফাইনালে খেলবে ।। হিসাব সহজ।।

আজ সবাই বাংলাদেশের স্বার্থের কারনে পাকিদের সাপোর্ট করে যাচ্ছে।। এই সুযোগে ছাগুরা লাফালাফি করছে ।। মাঠের দর্শক দেখেই সব বুঝা যাচ্ছে ।। ইন্ডিয়া আজ পাকিদের সাথে জিতলেও ফাইনালে যেতে পারবে না, যদিনা বাংলাদেশ পরের ম্যাচে শ্রীলংকা কে হারায় ।। কারন হেড টু হেড এ বাংলাদেশ এগিয়ে আছে ।। আর যদি ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলংকা এই তিন দলের পয়েন্ট সমান হয় , তখন রান রেট বিবেচনা করা হবে।।

সুতরাং, ভারত পাকিস্থান, কোনো দলেরই সমর্থন দরকার নেই ।।


আমরা নিজ যোগ্যতাই ফাইনালে উঠবো ।।
কেউ আর কষ্ট করে নীতিবিরুদ্ধ হয়ে পাকিদের সাপোর্ট করা লাগবে না ।।

গর্জে উঠো বাংলাদেশ !!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ