রবিবার, ৪ মার্চ, ২০১২

নালিতাবাড়ীতে অস্ত্র ও গুলিসহ বিএসএফ গোয়েন্দা আটক

শেরপুর: জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকার মধুটিলা ইকোপার্কের ভেতর থেকে ভারতীয় বিএসএফের এক গোয়েন্দাকে একটি নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
আটক বিএসএফ গোয়েন্দার নাম দিলীপ কেদার (৪৫)। 
তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩৫ ব্যাটালিয়নের একজন হাবিলদার পদ মর্যাদার গোয়েন্দা কর্মকর্তা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। 
রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৬ ব্যাটালিয়নের গোয়েন্দারা নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে তাকে আটক করে। 
বিজিবির ৬ ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর নাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহ কিংবা নাশকতামূলক কার্যক্রম চালানো অথবা ওইসব কাজে ইন্ধন যোগানোর জন্যই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে থাকতে পারেন ওই বিএসএফ সদস্য।
বিজিবি কর্মকর্তা জানান, বিএসএফের গোয়েন্দা সদস্য আটকের ঘটনাটি বিজিবি সদর দপ্তরকে জানানো হয়েছে।
বিএসএফ গোয়েন্দা দিলীপ কেদারের সঙ্গে তার ছবি ও পরিচয়পত্রও পাওয়া গেছে বলে জানান বিজিবি কর্মকর্তা মেজর নাহিদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ