রবিবার, ৪ মার্চ, ২০১২

বিজয়নগরে পাওয়ার টিলার চাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে পাওয়ার টিলারের চাপায় একটি শিশু নিহত হয়েছে। 

রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম (০৮) একই গ্রামের নুর হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে কিছু প্রভাবশালী লোক ওই গ্রামের সোনাই নদীর পাড় থেকে অবৈধভাবে পাওয়ার টিলার দিয়ে মাটি কেটে নিচ্ছিল। দুপুর ১টার দিকে তাদের একটি মাটিভর্তি পাওয়ার টিলার গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। 

খবর পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ