রবিবার, ৪ মার্চ, ২০১২

৮ দফা দাবিতে জাবি শিক্ষকদের নতুন কর্মসূচি

জাবি: জুবায়ের হত্যার বিচার, অবৈধ নিয়োগ বন্ধ, ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষা, বিভিন্ন প্রশাসনিক পদে নির্বাচনসহ ৮ দফা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকসমাজ ব্যানারের শিক্ষকরা পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার গণসংযোগ ও গণঅভিযোগ গ্রহণ, মঙ্গলবার গণিত বিভাগ থেকে গণসংযোগ, দুপুর ২টায় মহুয়াতলায় পথসভা, বৃহস্পতিবার নতুন কলা ভবনের সামনে জমায়েত ও সেখান থেকে র‌্যালি করে প্রশাসনিক ভবনে গিয়ে সমাবেশ। শুক্রবার গণসংযোগ, শনিবার সকাল ৯টায় অবৈধ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ।

শনিবারের মধ্যে দাবি বিষয়ে প্রশাসন কর্তৃক পদক্ষেপ গৃহীত না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

শিক্ষকসমাজের মূল দাবিগুলো হলো জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের সম্মুখীন করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ক্যাম্পাসে সন্ত্রাস দমনে বিষয়ে প্রশাসনের ভূমিকা গ্রহণ, সন্ত্রাসীদের লালন ও পৃষ্ঠপোষকতা এবং অছাত্র ও সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে সন্ত্রাসী কর্মকা- চালানোর সুযোগ দেওয়া বন্ধ, সর্বোপরি প্রশাসনের মদদ দেওয়া বিষয়ে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুনকে লাঞ্ছনার বিচার, গণনিয়োগ বন্ধ ও রিভিউ কমিটির মাধ্যমে অযোগ্য শিক্ষকদের নিয়োগ বাতিল, ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ জীববৈচিত্র্য বিনষ্ট করার ক্ষেত্রে প্রশাসনের অপ-তৎপরতা বন্ধ করতে হবে, বিভিন্ন পর্বে ভর্তি ব্যয়, পরীক্ষা ও উন্নয়ন ফি বৃদ্ধি বন্ধ ও ৭৩-এর অধ্যাদেশ পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্য প্যানেলসহ বিভিন্ন প্রশাসনিক পদে (ডিন, সিন্ডিকেট, সিনেট ও রেজিস্টার্ড গ্রাজুয়েট) বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, শিক্ষক সমাজ আন্দোলনের সমন্বয় কমিটির আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, অধ্যাপক শামছুল আলম সেলিম, অধ্যাপক এম এ মতিন, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, সহযোগী অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ