গোপালগঞ্জ: গোপালগঞ্জে যৌন হয়রানির দায়ে তিন বখাটেকে জেল জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মুকসুদপুর উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে মামুন শেখকে (১৮) ১ মাসের কারাদণ্ড ও তার দুই সহযোগীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত মামুন শেখ মুকসুদপুর উপজেলার চর প্রসন্নর্দী গ্রামের মৃত রানা হাওলাদারের ছেলে। তার দুই সহযোগী হলো একই গ্রামের কামাল শেখের ছেলে আতিকুর রহমান (১৮) ও আসমত আলী শেখের ছেলে হোসেন শেখ (১৯)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, স্কুলে আসা যাওয়ার পথে মুকসুদপুর উপজেলার চর প্রসন্নর্দী গ্রামের বাবুল শেখের মেয়েকে মামুনসহ তিন বখাটে উত্যক্ত করতো।
রোববার সকালে স্কুলে যাওয়ার পথে ওই বখাটেরা ওই মেয়েটিকে আবারও উত্যক্ত করলে মেয়েটির বাবা তাদের হাতে-নাতে ধরে পুলিশে খবর দেয়।
পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সামনে হাজির করলে তাদের উল্লিখিত দণ্ডাদেশ দেওয়া হয়।
মুকসুদপুর উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে মামুন শেখকে (১৮) ১ মাসের কারাদণ্ড ও তার দুই সহযোগীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত মামুন শেখ মুকসুদপুর উপজেলার চর প্রসন্নর্দী গ্রামের মৃত রানা হাওলাদারের ছেলে। তার দুই সহযোগী হলো একই গ্রামের কামাল শেখের ছেলে আতিকুর রহমান (১৮) ও আসমত আলী শেখের ছেলে হোসেন শেখ (১৯)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, স্কুলে আসা যাওয়ার পথে মুকসুদপুর উপজেলার চর প্রসন্নর্দী গ্রামের বাবুল শেখের মেয়েকে মামুনসহ তিন বখাটে উত্যক্ত করতো।
রোববার সকালে স্কুলে যাওয়ার পথে ওই বখাটেরা ওই মেয়েটিকে আবারও উত্যক্ত করলে মেয়েটির বাবা তাদের হাতে-নাতে ধরে পুলিশে খবর দেয়।
পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সামনে হাজির করলে তাদের উল্লিখিত দণ্ডাদেশ দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন