রবিবার, ১৮ মার্চ, ২০১২

আসামে ট্রেন থেকে ৭৫ বাংলাদেশীকে নামিয়ে নিলো স্থানীয় জনতা

আসামে স্থানীয় লোকজন একটি ট্রেন থেকে নামিয়ে নিয়েছে ৭৫ বাংলাদেশীকে। তাদের অভিযোগ, ওইসব বাংলাদেশী অবৈধভাবে সেখানে প্রবেশ করেছে। ট্রেন থেকে নামিয়ে নেয়ার পর তাদের ৬০ জনকে স্থানীয় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন একজন নারীও। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এতে আরও বলা হয়েছে, গতকাল আসামের নওগাঁ জেলা থেকে ৫০ কিলোমিটার দূরে জাখালাবান্ধায় এ ঘটনা ঘটে। সেখানে রাজরানী এক্সপ্রেস ট্রেন থেকে ওইসব বাংলাদেশীকে নামিয়ে নেয়া হয়। নওগাঁ পুলিশ বলেছে, স্থানীয় লোকজন আমাদের বলেছে- গত কয়েক দিন ধরে ওই এলাকায় কিছু বাংলাদেশীর সন্দেহজনক ঘোরাফিরা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল স্থানীয় জনতা তাদের ঘেরাও করে জাখালাবান্ধা স্টেশনে। তারপর তারা আমাদের খবর দেয়। ওইসব সন্দেহভাজন লোক ধুবরি থেকে ওই ট্রেনে করে সকালেই জাখালাবান্ধা স্টেশনে পৌঁছায়। পুলিশ কর্মকর্তা এস আর বর্ধন বলেছেন, ওইসব লোকজন তাদের কোন বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাদের মধ্যে ৬০ জনকে জাখালাবান্ধা পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে। বাকি ১৫ জনকে ছেড়ে দেয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ