শনিবার, ১৭ মার্চ, ২০১২

দীপুমনির সাফল্য ও বেগম জিয়ার ৫০০কোটি রুপি কেলেঙ্কারী।।


বাংলায় একটি প্রবাদ আছে "যে রাধে সে চুলও বাধে"। দীপুমনি প্রমান করে দেখালেন যে, তার যোগ্যতাও অন্য কারো চাইতে কোন অংশে কম নয়। দলের ভিতরে ও বাইরের প্রবল সমালোচনার ঝড় উপেক্ষা করেও শেখ হাসিনা যে কচিকাচার আসর খুলে বসেছিলেন, তার সুফল আমরা পেতে শুরু করেছি। হাসিনার কৃষিমন্ত্রি ও শিক্ষামস্ত্রির কাজে সবাই সন্তুষ্ট, কারো কোন অভিযোগ নেই। খাদ্যমন্ত্রি ড. রাজ্জাক অথবা শিল্পমন্ত্রি দীলিপ বড়ুয়া এরাও আলোচনা সমালোচার উর্ধে। অবশেষে দীপুমনি সবাইকে ছাপিয়ে উঠে এলেন এদের কাতারে। পররাষ্ট্রমন্ত্রনালয়ের মত একটি মন্ত্রনালয়ে নারী মন্ত্রী তাও শিশু যার নাক টিপ দিলে এখনো দুধ পড়ে। বিপুল ভোট প্রাপ্তিতে হাসিনার মাথাটা এক্কেবার গেছে। দাপুমনি আলোচনা সমালোচনা গায়ে না মেখে নীরবে কাজ করে গেছেন। আজ আমরা তার কাজের সুফল পেতে শুরু করেছি। এখন আর দীপুমনিকে কেউ অবজ্ঞা করার সাহস দেখাবে বলে মনে হয় না। দীপুমনির যোগ্যতা এখন প্রমানিত সত্য। 


বাংলাদেশের উনত্রিশ সিটের একমাত্র বিরোধী দলও বলেছে এখানে সরকারের কোন কৃতিত্ব না থাকলেও, কৃতিত্ব যাদের প্রাপ্য তারা হচ্ছেন মন্ত্রনালয়ের কর্মকর্তা কর্মচারীদের, কথাটা যে ভাবেই বলি না কেন দীপুমনির নেত্রীত্বকে কোন ভাবেই অস্বীকার করা যাবে না। তিনি তাদের ঠিক ভাবে পরিচালনা করতে পেরেছিলেন বলেই হয়তো আর্ন্তজাতিক আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। বিএনপি যতই বলুক পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা কর্মচারীরাই এই অসাধ্য সাধন করেছেন। বিএনপি যা বিশ্বস করে তাইতো বলবে, বিশ্বাস বা আর্দশের বাইরে কেউ চলে না চলতে পারে না। বিএনপি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহিদ জিয়ার হুইশালবাদ প্রতিষ্ঠা করতে কিনা করে যাচ্ছে। এখন সময় হয়েছে বিএনপির সত্যের মুখোমুখি দাড়াবার, তা না হলে কালের গর্ভে হাড়িয়ে যেতে হবে মুসলিম লীগের মত। স্বাধীনতার ইতিহাসে জিয়ার প্রকৃত স্থানেই জিয়াকে বসিয়ে দেবে ইতিহাস। এখানে চালিয়াতি বা জলিয়াতির কোন স্থান নেই। 

আই এস আই এর সাবেক প্রধান দুররানী সাহেব পাকিস্তানের কোর্টে বিএনপিকে পাচশত কোটি রুপি দেয়ার কথা স্বীকার করলেন, তাতে বিএনপির ভাবমুর্তি এখন কোথায় গিয়ে দাড়াল তাই ভাবছি। কি ভয়ংকর সত্যটা বেড়িয়ে এলো পাচশত কোটি রুপিতে নির্বাচনের রায় বদলে গেল আমরা কেউ কিছু বুঝলামও না। শহিদ জিয়া ও বেগম জিয়া মিলে বাংলাদেশের রাজনীতির বারোটা বাজিয়ে বাঙ্গালীর সকল প্রাপ্তিকে ম্লান করে দিয়েছেন। এখনো কি বিএনপির সর্মথকদের বোধদয় হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ