শনিবার, ১৭ মার্চ, ২০১২

সাকিব আউট হয় নি, কিন্তু ভারতের পক্ষে শ্রীলংকার নাগরিক থার্ড আম্পায়ার

 
 বিচার চাই, ICC'র কাছে। সে সাথে বলতে চাই, ভারত সীমান্তে আমাদের মানুষ মারবে তার শান্তিপুর্ন প্রতিবাদ করতে আমাদের বাঁধা দেয়া হচ্ছে; ভারতের বিপক্ষে আমাদের ক্রিকেট মেচ জিত্তেও বাঁধা দেয়ার মানে কি দেশ প্রেম? বাংলাদেশ এর হাই কোর্ট এখন কেন রুল জারি করবে না তার জবাব চাই। এখন ওরা কি দেশদ্রোহী নয়? বাংলাদেশের পতাকা উড়তে দেয়া হয়না বিজ্ঞাপন ঢেকে যাবে বলে কিন্তু ভারতের পতাকা ঠিকই উড়তে দেয়া হয়। সরকারের এহেনও বিবেচনার জন্যে বাহবাহ। কেননা অথিতি নারায়ণ। বাংলাদেশ অথিতি পরায়ায়ন। আমরা যারা এটা বুঝছি না তারা দেশদ্রোহী। 
আমাদের বিচার করা হোক!!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ