শনিবার, ৩ মার্চ, ২০১২

ঈভ টিজিং এ যোগ হেলো নতুন মাত্রাঃ সেল কোম্পানী রবির দাবী ম্যজিক ভযেস তাদের অভিনব সেবা


Magic Voice
সম্প্রতি মোবাইল ফোন কোম্পানীর রবির একটি নতুন টিভিসি প্রায় সকল টেলিভিশন চ্যানেলে দাপটের সাথে প্রচারিত হচ্ছে। টিভিসিটিতে দেখা যায় এক কিশো্র টিনএজার তার মূল ভয়েজ (কণ্ঠ) পরিবর্তন করে মেয়েদের কণ্ঠে এক মা'য়ের ফোনে ফোন করে তার কিশোরী মেয়েকে চাইছে। সম্ভবত মা' তার কিশোরী মেয়েকে নিয়ে উৎকণ্ঠায় আছেন। অজানা অচেনা কোন ছেলে যাতে তার মেয়েকে টিজ করতে না পারে সে জন্য হয়তো তার মেয়ের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন। তার ছেলে বন্ধু তার সাথে যোগাযোগ করতে না পেরে রবির তথাকথিত অভিনব সেবা দিয়ে ছেলের কণ্ঠ মেয়ের কণ্ঠে পরিবর্তন করে বিজ্ঞাপনের ভাষায় " আন্টি আমি নওশিন, ফারিয়া আছে" প্রতারণার আশ্রয় নিয়ে কিশোরী মেয়েটির সাথে যোগাযোগ স্থাপন করে।

Robi Magic Voice is an innovative solution that offers our valued customer to change their voice with magical touch. This service has been developed using cutting edge VOICE and TELECOM technology to achieve flawless change of voice over a telephone conversation.
বর্তমানে ঈভ টিজিংয়ের নানা বিধ উপসর্গের মধ্যে সেল ফোন অন্যতম। এই সেল ফোনের সাহায়্যে কিশোর কিশোরীরা নানা উপায়ে টিজিংরে শিকার হচ্ছে এবং করছে। গভীর রাতে ফোন কল, মোবাইলে কারো অজান্তে ছবি ধারণ, অশ্লীল বাক্য বিনীময় নিত্য নৈমত্তিক ব্যাপার। এব্যাপরে ছেলে মেয়েদের নিয়ে উদ্বিঘ্ন মা বাবা যখন তাদের সেল ফোনের ব্যবহার সীমিত করার জন্য সেটি নিজেদের দখলে নিয়ে একটু সস্তি পেতে চান তখনই এই তথাকথিত অভিনব সেবা তাদের যে দূর্ভোগের কারণ তা কি তারা একবার ও ভেবে দেখেছেন। যারা ব্যবসা করেন তাদের কি সন্তান সন্ততি থাকতে নেই? তারা কি তাদের ছেলেমেয়েদের নিয়ে উদ্বিঘ্ন নন ? গভীর রাতে কম পয়সায় কথা বলার সুযোগ কী তাদের ছেলে মেয়েরা গ্রহণ করেনা? তাদের কী স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটায়না এই সুযোগ। আমার মনে হয় ব্যবসায়ীরা এই সব উপেক্ষা করতে পারে বলেই তারা ব্যবসায়ী। তাইতো ভেজালকারীরা খাদ্যে ভেজাল দেয়, অথচ একবারও চিন্তা করেনা এই ভেজাল খাদ্য তার সন্তান ও আত্মীয় স্বজন গ্রহণ করে বড় ধরণের বিপদের সম্মুখীন হতে পারে!
এই ম্যাজিক ভয়েস নামক অভিনব সেবার সুয়োগ নিয়ে তার কোন কিশোরী কন্যাকে কোন ঈভ টিজার বিপথে নিযে যেতে পারে! বিপন্ন করতে পারে তার জীবন ! এই সকল তথাকথিত ব্যবসীদের প্রতি আমার সর্নিবন্ধ অনুরোধ ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু ব্যবসার জন্য নয় সমাজিক অবক্ষয় রোধে কিছু করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ