মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

মালিকের অজ্ঞাতে গরু-বাছুর বিক্রির খেসারত গুনছেন ৪ কর্মচারী

চট্টগ্রাম: মালিককে না জানিয়ে খামারের গরু-বাছুর বিক্রি করে দেওয়ার খেসারত গুনতে হচ্ছে চার কর্মচারীকে। মালিকের কাছ থেকে অভিযোগ পেয়ে চট্টগ্রামের এক আদালত তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আদালতের জ্যেষ্ঠ হাকিম মাহাবুবুর রহমান এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- জোবেদা খাতুন (৪১), তৌহিদুল ইসলাম (৪৫), পেয়ার মোহাম্মদ (৩৫) ও সাইফুল (২৯)। 

মামলাটি দায়ের করেছেন- চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার আজমির ডেইরি ফার্ম নামে এক গরুর খামারের মালিক নূরজাহান বেগম। 

সংশ্লিষ্ট আদালত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

আদালত সূত্রে জানা গেছে, আজমির ডেইরি ফার্মে ৪৪টি বড় গরু ও ২০টি বাছুর ছিলো। চার কর্মচারী এসব প্রাণীর পরিচর্যা করতেন। 

আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, গত ১০ মার্চ চার কর্মচারী মালিককে না জানিয়ে তার অনুপস্থিতিতে ৩০টি বড় গরু ও ১৫টি বাছুর ২২ লক্ষ ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরদিন সকালে মালিক ডেইরি ফার্মে গিয়ে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। 

এসময় তিনি কর্মচারীদের কাছে এ বিষয়ে কৈফিয়ত চাইলে কর্মচারীরা তার সঙ্গে দুর্ব্যববহার করেন এবং তাকে হত্যার হুমকি দেন। এছাড়া মালিক গরু বিক্রির অনুমতি দিয়েছিলেন বলে তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন।

এ অবস্থায় মালিক নূরজাহান বেগম তার পরিবারের সদস্যদের পরামর্শে আদালতে দণ্ডবিধির ৩২৩, ৩৫৪ ও ৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন। 

আদালত মামলায় আনা অভিযোগ গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাঁচলাইশ থানার ওসিকে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন। একইসঙ্গে আদালত আগামী ১১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ