বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

সময় বাঁচাতে আপনার যতগুলি প্রাইজবন্ড রয়েছে তার ফলাফল জেনে নিন এক ক্লিকে




আপনাদের কাছে কয়েকশ হাজার প্রাইজবন্ড জমা হয়ে আছে। যা সময়াভাবে পত্রিকায় দেখে ড্র কিংবা ফলাফল জানতে অনীহার কারনে হয়তোবা আপনি পুরুস্কার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আপনাদের জন্য নিয়ে এলাম একটি ডিজিটাল সু- সংবাদ। আপনি আপনার যতগুলো প্রাইজবন্ড যত সিরিজেরই হউক না কেন একটি ডিজিটাল ওয়েব সাইটে নিবন্ধন করে প্রাইজবন্ড গুলির নাম্বার এন্ট্রি করে রেখে দিতে পারেন।আপনার সময় অনুযায়ী সেই সাইটে লগ ইন করে, আপনি এক ক্লিকেই জেনে নিতে পারেন পুরস্কার বা ড্র এর ফলাফল। এখানে শধু প্রাইজবন্ড নয় লটারির ফলাফলও পাওয়া যায়।
আমিও এই পদ্ধতি বেছে নিয়েছি, যদিও এখনও কোন পুরুস্কার প্রাপ্তি ঘটেনি। আর পত্রিকায় ছোট ছোট কালো অক্ষরের দিকে অনেক সময় ব্যায় করতে না চাইলে এখুনি এই ডিজিটাল সাইটে গিয়ে নিবন্ধন করে এক ক্লিকে জেনে নিন প্রাইজবন্ডের ফলাফল। আপনাদের অনেক সময় বাচিয়ে দিলাম।

ওয়েবসাইট লিঙ্কঃ http://www.prizebond.marssil.com/login.aspx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ