রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

গ্রেপ্তার আতঙ্কে কণ্ঠশিল্পী ন্যান্সি!

Nancyপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকারী কণ্ঠশিল্পী ন্যান্সি এবার পুলিশ আতঙ্কে ভুগছেন। এমনই অভিযোগ তার পরিবারের। এদিকে ন্যান্সিকে পুলিশ খুঁজছে এমন খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে।
এসব খবরে ন্যান্সি ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তার এক আত্মীয় বিষয়টি জানিয়েছেন। তবে এ ব্যাপারে জানতে ন্যান্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেসহ তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি।
উল্লেখ, গত সোমবার রাতে ফেসবুক স্ট্যাটাসে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন ন্যান্সি। সমর্থন জানিয়েছেন বিএনপির প্রতি। ভূয়সী প্রশংসা করেছেন সম্প্রতি সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া সর্বশেষ বক্তব্যের। একই সাথে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ