শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

সমাবেশের শুরুতেই শিবির নেতার হুমকি

bnpmeeting-14.JPGসোহরাওয়ার্দী উদ্যানে ১৮দলীয় জোটের জনসভার শুরুতেই ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বার হুমকি দিয়েছেন, শেখ হাসিনাকে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয় তা তারা দেখিয়ে দেবেন।
শুক্রবার বেলা সোয়া ২টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এই জনসভা শুরু হয়।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক।
এরপর ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারের বক্তব্য দিয়ে বক্তৃতাপর্ব শুরু হয়।
বিরোধী দলীয় নেতা খালেদার জিয়াকে কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়ে এই শিবির নেতা বলেন, “ছাত্রশিবিরের নেতৃত্বে ছাত্রসমাজ দেখিয়ে দেবে, কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হয়।
কারাগারে শিবির সভাপতি দেলোয়ার হোসেনের ওপর নির্যাতনের অভিযোগ এনে তার মুক্তিও দাবি করেন তিনি।
জব্বার বলেন, “অতীতে শিবির কর্মীরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নেও তারা প্রয়োজনে রক্ত দেবে।”
জব্বারের পর ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য দেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই জনসভায় বিকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এদিকে সকাল থেকে হালকা বৃষ্টিতে কর্দমাক্ত উদ্যানে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী।
ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতা কর্মীরা সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন গেইটের সামনে অবস্থান নেয়। পরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সীমানা দেয়ালের পাশে পশ্চিমমুখী মঞ্চের সামনে অবস্থান নেন তারা।
বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও ১৮ দলীয় জোটের অন্য শরিকরা সমাবেশস্থলে পৌঁছান আরো পরে।
সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যোনে ১০০ মাইকও লাগানো হয়েছে।
রাজনৈতিক উত্তাপের মধ্যে এই সমাবেশকে ঘিরে উদ্যানের আশেপাশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। মৎস্যভবন থেকে শাহবাগের এই সড়কে যান চলাচল সীমিত করে দেয়া হয়েছে।
শাহবাগ, শিশু পার্ক, ঢাকা ক্লাব মোড়, হাইকোর্ট গেইট,মৎস্যভবন মোড়সহ পুরো এলাকাতেই রয়েছে পুলিশের সতর্ক উপস্থিতি।
পুলিশের একজন সহকারী কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোবাবেলা করে আমরা নিরাপত্তা নিশ্চিত করব।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ