শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

নাটোরে বিএনপি-জামায়াতের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত

police3.jpgনাটোর সদর উপজেলার মাদ্রাসা মোড়ে আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে নাটোর সদরের চকরামপুর মহল্লা থেকে বিএনপি-জামায়াতের কর্মীরা একটি মিছিল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন।এ সময় শহরের মাদ্রাসা মোড়ে পুলিশ ওই মিছিলে বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে।পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও ধাওয়া করে।এ সময় বিএনপি-জামায়াতের কর্মীদের ছোড়া পাথরের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হন।
পরে বিএনপি-জামায়াতের কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের সাহারা প্লাজা মোড়ে সমাবেশ শুরু করেন।পুলিশ ধাওয়া দিলে তাঁরা ওই স্থান ত্যাগ করে পালিয়ে যান।
বিএনপি-জামায়াতের ওই সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক ও জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন।
বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে আতঙ্কিত হয়ে বগুড়া-নাটোর-রাজশাহী ও নাটোর-পাবনা মহাসড়কে যানচলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ