শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

রাজধানীতে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর আশুলিয়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন।
নিহতের নাম ফেরদৌসী আক্তার (২০)। তিনি আশুলিয়ার বুড়িপাড়ার ফজলুল হকের মেয়ে।
শুক্রবার দুপুরে আশুলিয়ার বুড়িরপাড়া এলাকার ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, তিন মাস আগে তার বিয়ে হয়। স্বামী রতন আশুলিয়া শিল্পাঞ্চলের ডেকো গার্মেন্টসে চাকরি করেন বলে জানা গেছে।
নিহতের বাবা ফজলুল হক জানান, দুপুরে মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে আমি জুমার নামাজ পড়তে মসজিদে যাই। নামাজ শেষে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে পাশের জানালা দিয়ে মেয়ের সারা শরীরে আগুন দেখতে পাই।
এসময় দরজা ভেঙে মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এঘটনায় কারও বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, এ ধরনের কোনো আত্মহত্যার খবর এখনও আমার কাছে আসেনি। আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ