শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

হবিগঞ্জে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপে সাংবাদিকসহ আহত ৫

হবিগঞ্জে ১৮ দলের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে সাংবাদিকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বিএনপির তিনটি গ্রুপ পৃথক মিছিল বের করে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের নেতৃত্বে মুসলিম কোয়ার্টার থেকে বেবীস্ট্যান্ড পর্যন্ত, যুগ্ম সম্পাদক ডা. আহমুদুর রহমান আবদালের নেতৃত্বে কোর্ট মসজিদের সামনে থেকে মাস্টার কোয়ার্টার পর্যন্ত যায়। অপর গ্রুপ যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনুর নেতৃত্বে পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে তিনকোণা পুকুর পাড় এলাকায় সমাবেশ করে।
এ সময় সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মো. নূরুজ্জামান চৌধুরী শওকতসহ পাঁচজন আহত হয়।
পৃথক সমাবেশে বক্তৃতা করেন এমজি মোহিত, আব্বাছ উদ্দিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমদ, সাহাব উদ্দিন, আব্দুল কাইয়ূম প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ