বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

সমাবেশের অনুমতি পায়নি আ.লীগ

আজ ২৫ অক্টোবর সমাবেশ করার কথা ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। কিন্তু সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের অনুমতি মেলেনি।
এদিকে অনুমতি না পাওয়ায় সমাবেশ করছেন না তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ওইদিন রাজপথে অবস্থান নেবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য নিশ্চত করেন।
তিনি বলেন, ‘পুলিশ আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়নি। কিন্তু আমরা রাজপথে থাকবো। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্ঠা করলে প্রশাসনকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ