উত্তরা পশ্চিম থানার নর্থ টাওয়ার সংলগ্ন সোনারগাঁ জনপদ রোড়ে ফিল্মী স্টাইলে চোকপোষ্ট বসিয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগ। সরেজমিনে উক্ত এলাকায় গিয়ে দেখাযায়, উত্তরা পশ্চিম থানার এ. এস. আই. এমদাদ মটর সাইকেল আরোহীদের গাড়ির কাগজ দেখার কথা বলে প্রতিটি গাড়ি থেকে থেকে ২০০-৩০০ করে টাকা আদায় করছে এবং আরহিদের তল্লাশির নামে হয়রানী সহ ভয়বীতি প্রদর্শন করছে। মহাসিন এবং রুবেল নামের দুই মটর সাইকেলের মালিক সরেজমিনের কাছে অভিযোগ করে,এ.এস.আই.এমদাদ গাড়ির নাম প্ররিবর্তন না করায় তাদের কাছে এক হাজার টাকা চাঁদাদাবি করে এবং টাকা দিতে অস্বিকৃত জানালে তাদেরকে পিকেটার বলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর দুই গাড়ি মিলিয়ে ৮০০টাকার বিনিময়ে তার কাছ থেকে মুক্তি মেলে। উক্ত অভিযোগের ব্যপারে এ. এস.আই এমদাদের কাছে জানতে চাইলে, উত্তেজিত হয়ে মাতাল লোকদের মত আচরন করতে থাকে এবং মুখে সিগারেট ধরিয়ে ফিল্মি স্টাইলে লোকজনকে তল্লাশি এবং সাংবাদিকদের উদ্যেশ্য করে বাজে মন্তব্য করে।
শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩
উত্তরায় চেক পোষ্টের নামে পুলিশের চাঁদাবাজি
উত্তরা পশ্চিম থানার নর্থ টাওয়ার সংলগ্ন সোনারগাঁ জনপদ রোড়ে ফিল্মী স্টাইলে চোকপোষ্ট বসিয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগ। সরেজমিনে উক্ত এলাকায় গিয়ে দেখাযায়, উত্তরা পশ্চিম থানার এ. এস. আই. এমদাদ মটর সাইকেল আরোহীদের গাড়ির কাগজ দেখার কথা বলে প্রতিটি গাড়ি থেকে থেকে ২০০-৩০০ করে টাকা আদায় করছে এবং আরহিদের তল্লাশির নামে হয়রানী সহ ভয়বীতি প্রদর্শন করছে। মহাসিন এবং রুবেল নামের দুই মটর সাইকেলের মালিক সরেজমিনের কাছে অভিযোগ করে,এ.এস.আই.এমদাদ গাড়ির নাম প্ররিবর্তন না করায় তাদের কাছে এক হাজার টাকা চাঁদাদাবি করে এবং টাকা দিতে অস্বিকৃত জানালে তাদেরকে পিকেটার বলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর দুই গাড়ি মিলিয়ে ৮০০টাকার বিনিময়ে তার কাছ থেকে মুক্তি মেলে। উক্ত অভিযোগের ব্যপারে এ. এস.আই এমদাদের কাছে জানতে চাইলে, উত্তেজিত হয়ে মাতাল লোকদের মত আচরন করতে থাকে এবং মুখে সিগারেট ধরিয়ে ফিল্মি স্টাইলে লোকজনকে তল্লাশি এবং সাংবাদিকদের উদ্যেশ্য করে বাজে মন্তব্য করে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন